Saturday 03 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিএনসিসির গণশুনানিতে জামায়াত নেতার ওপর হামলার অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২৫ ২৩:৩৯

ডিএনসিসির গণশুনানিতে হাতাহাতি। ছবি: সংগৃহীত

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) গণশুনানির সময় বিএনপির কিছু লোকের চাঁদাবাজি নিয়ে অভিযোগ করায় জামায়াত নেতা মোস্তফা মাহমুনের ওপর হামলার অভিযোগ উঠেছে।

বুধবার (১৭ এপ্রিল) রাজধানীর মোহাম্মদপুরে সূচনা কমিউনিটি সেন্টারে ডিএনসিসির অঞ্চল-৫ এর বিশিষ্ট নাগরিক ও নগরবাসীর সঙ্গে গণশুনানি ও মতবিনিময়সভায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, গণশুনানিতে নগরবাসীর নানা সমস্যা, নাগরিক সেবা ও উন্নয়নসংক্রান্ত বিভিন্ন মতামত নেওয়া হচ্ছিল। মোস্তাক আহমদ মাহমুদ তার নিজের পরিচয় দিয়ে এলাকার জলাবদ্ধতা, রাস্তার বেহাল দশা এবং ড্রেনেজ ব্যবস্থার অবনতি নিয়ে স্পষ্টভাবে বক্তব্য দেন। তার বক্তব্য চলাকালীন হঠাৎ করে বিএনপির কাউন্সিলর প্রার্থী মিজানুর রহমান ও আমির হোসেনের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি তাকে লক্ষ্য করে অশালীন ভাষা ব্যবহার করে এবং শারীরিকভাবে হামলা চালানোর অভিযোগে ওঠে।

হামলার শিকার মোস্তাক আহমদ মাহমুদ বলেন, ‘আমি শান্তিপূর্ণভাবে নাগরিক সমস্যা তুলে ধরছিলাম। পরিকল্পিতভাবে আমার ওপর হামলা চালানো হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।’

এ ঘটনায় বিশৃঙ্খলার সৃষ্টি হলে দ্রুত ঘটনাস্থলে নিরাপত্তাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় নিন্দা জানিয়ে প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ‘গণশুনানি একটি নাগরিক অধিকার। এখানে সব রাজনৈতিক মতাদর্শের মানুষ নিজস্ব বক্তব্য উপস্থাপন করতে পারেন। এই ধরনের সহিংসতা আমাদের গণতান্ত্রিক চর্চাকে ক্ষতিগ্রস্ত করে।’

সারাবাংলা/এমএইচ/পিটিএম

অভিযোগ গণশুনানি জামায়াত নেতা বিএনপি হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর