Sunday 04 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নাটকীয়’ বৈঠক, প্রতিবাদে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মশাল মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২৫ ২৩:৫৪

কুমিল্লায় মশাল মিছিল করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা শিক্ষার্থীরা।

কুমিল্লা: সচিবালয়ে নাটকীয় বৈঠক ও কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মশাল মিছিল করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ৯ টায় কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের প্রাঙ্গণে এ মিছিল করেন তারা।

এ সময় তাদের ‘তুমি কে, আমি কে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার’, ‘কুমিল্লায় হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘এসি রুমে বৈঠক, আর নয় আর নয়’, ‘একাত্তরের হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, ‘চব্বিশের হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’, ‘নাটকীয় মিটিংয়ের কারণ কি কারণ কি?’ স্লোগান দিতে দেখা যায়।

মশাল মিছিল শেষ এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। আজকে শিক্ষা উপদেষ্টার সঙ্গে আমাদের বৈঠক করার জন্য ডেকে আনা হয়েছিল। কিন্তু একজন অতিরিক্ত সচিব বৈঠক করেছেন। আমাদের দাবি-দাওয়া লিখে নিয়ে সচিবের কাছে উপস্থাপন করবেন, তারপর উপদেষ্টার কাছে দেবেন। আমরা চেয়েছিলাম উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে। আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে।

তারা আরও বলেন, আজ সচিবালয়ে আমাদের সঙ্গে যে নাটক করা হয়েছে। সেই নাটক মঞ্চায়নের জন্য এখনো স্বৈরাচারের দোসররা বসে আছে সচিবালয়ে। আমরা তাদের হুঁশিয়ার করে দিতে চাই। আপনারা আজ রাতের মধ্যে সিদ্ধান্ত নিন, পদত্যাগ করবেন, নাকি দাবি মেনে নেবেন। যদি দাবি না মানেন তাহলে আগামীকাল থেকে আমাদের অসহযোগ আন্দোলন শুরু হয়ে যাবে।

সারাবাংলা/এইচআই

কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট পলিটেকনিক ইনস্টিটি মশাল মিছিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর