Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় পিকআপের ৪ যাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ এপ্রিল ২০২৫ ১০:১৮ | আপডেট: ১৮ এপ্রিল ২০২৫ ১৩:০২

দুর্ঘটনা কবলিত পিকআপ।

সিলেট: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় পিকআপের চারজন যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে উপজেলার বাখরনখর নামক এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনায় ঘটনাস্থলেই চারজন নিহত হন। এর মধ্যে দুজন নারী ও দুইজন পুরুষ। তবে নিহতদের পরিচয় জানা এখনো জানা যায়নি। এ ঘটনায় গুরুতর আহত পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন সারাবাংলাকে বলেন, ‘পিকআপ ভ্যানটিতে বাসাবাড়ির মালামালসহ ১৬-১৭ জন যাত্রী ছিলেন। ট্রাকের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই চারজন নিহত হন।’

ওসি আরও বলেন, ‘দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়েছে। এদের মধ্যে পাঁচজনের অবস্থা বেশ আশঙ্কাজনক। ট্রাক ও পিকআপ দুটিই বর্তমানে হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে রাখা হয়েছে। তাদের নাম-পরিচয় শনাক্ত করার জন্য কাজ করছে পুলিশ।’

সারাবাংলা/এমপি

দুর্ঘটনা নিহত হবিগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর