হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় পিকআপের ৪ যাত্রী নিহত
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ এপ্রিল ২০২৫ ১০:১৮ | আপডেট: ১৮ এপ্রিল ২০২৫ ১৩:০২
১৮ এপ্রিল ২০২৫ ১০:১৮ | আপডেট: ১৮ এপ্রিল ২০২৫ ১৩:০২
সিলেট: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় পিকআপের চারজন যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে উপজেলার বাখরনখর নামক এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনায় ঘটনাস্থলেই চারজন নিহত হন। এর মধ্যে দুজন নারী ও দুইজন পুরুষ। তবে নিহতদের পরিচয় জানা এখনো জানা যায়নি। এ ঘটনায় গুরুতর আহত পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন সারাবাংলাকে বলেন, ‘পিকআপ ভ্যানটিতে বাসাবাড়ির মালামালসহ ১৬-১৭ জন যাত্রী ছিলেন। ট্রাকের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই চারজন নিহত হন।’
ওসি আরও বলেন, ‘দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়েছে। এদের মধ্যে পাঁচজনের অবস্থা বেশ আশঙ্কাজনক। ট্রাক ও পিকআপ দুটিই বর্তমানে হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে রাখা হয়েছে। তাদের নাম-পরিচয় শনাক্ত করার জন্য কাজ করছে পুলিশ।’
সারাবাংলা/এমপি