সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন রিয়াল ফুটবলাররা
১৮ এপ্রিল ২০২৫ ১০:২৮
স্বপ্ন ছিল অবিশ্বাস্য এক ‘কামব্যাকের’। সান্তিয়াগো বার্নাব্যুতে সেরকম কিছুই হয়নি। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে আর্সেনালের কাছে হেরে বিদায় নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। দলের এমন বিদায় কিছুতেই মানতে পারছেন না সমর্থকরা। রিয়াল মিডফিল্ডার জুড বেলিংহাম ও ডিফেন্ডার দানি সেবায়োস তাই ক্ষমাও চেয়েছেন সমর্থকদের কাছে।
টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে সফল দল তারা। রেকর্ড ১৫টি শিরোপা জেতা রিয়াল এবারের মৌসুমের শুরু থেকেই ধুঁকছে। প্লে-অফ খেলে দ্বিতীয় লেগে পা রাখা রিয়ালের যাত্রা থেমেছে কোয়ার্টার ফাইনালেই। দুই লেগ মিলিয়ে আর্সেনালের কাছে ৫-১ ব্যবধানে হেরেছে কার্লো আনচেলত্তির দল।
চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়ের পর রিয়ালের সামনে সুযোগ থাকছে আর দুটি শিরোপা জেতার। তবে লা লিগায় এখনো বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে আছেন তারা। আগামী ২৬ এপ্রিল বার্সেলোনার বিপক্ষে কোপা ডেল রের ফাইনালে লড়বে রিয়াল।
আর্সেনালের কাছে হারের পর বেলিংহাম বলছেন, বাকি টুর্নামেন্টে রিয়াল ঘুরে দাঁড়াবে, ‘দুই লেগের কোনো ম্যাচেই আমরা প্রত্যাশা পূরণ করতে পারিনি। মাদ্রিদিস্তারা আমাদের ক্ষমা করুন। আমরা জানি এই টুর্নামেন্ট আপনাদের জন্য কতোটা গুরুত্বপূর্ণ। এই মৌসুমে এখনো আমাদের দুটি শিরোপা জয়ের সুযোগ আছে। আমরা বিশ্বাস করি রিয়াল অবশ্যই ঘুরে দাঁড়াবে।’
বেলিংহামের মতো ক্ষমা চেয়েছেন সেবায়োসও, ‘আপনারা আমাদের ক্ষমা করুন। শেষ বাঁশি বাজা পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। মৌসুমের বাকি সময়টা আমরা জয়ের জন্য শতভাগ চেষ্টা করব। রিয়াল সবসময় ঘুরে দাঁড়ায়।’
সারাবাংলা/এফএম