Sunday 04 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিরপুরে চাপাতি ঠেকিয়ে ছিনতাই, ১ জন গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ এপ্রিল ২০২৫ ১১:২৫ | আপডেট: ১৮ এপ্রিল ২০২৫ ১৫:৫৬

ছিনতাইয়ের ‍ভিডিও থেকে নেওয়া ক্লিপ।

ঢাকা: রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ায় দেশীয় অস্ত্র চাপাতি ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় শাকিল (২২) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৮ এপ্রিল) ভোরে গাজীপুরের পুবাইল থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে, গত বুধবার ভোরে রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ায় ইস্ট ওয়েস্ট স্কুলের পাশের গলিতে চাপাতি ঠেকিয়ে এক তরুণীর কাছ থেকে রুপার চেইন ও ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

ভিডিওতে দেখা যায়, একটি রিকশায় দুজন যাত্রী একটি গলির মুখে এসে দাঁড়ান। যাত্রীদের একজন তরুণ, আরেকজন তরুণী। এ সময় একটি মোটরসাইকেলে তিনজন এসে রিকশার সামনে থামে। তাদের একজনের মাথায় হেলমেট ছিল। বাকি দুজনের একজনের গায়ে কালো শার্ট ও অপরজনের গায়ে সাদা টি–শার্ট। মুহূর্তেই সাদা টি–শার্ট ও কালো শার্ট পরা দুজন মোটরসাইকেল থেকে নেমে যান। সাদা শার্ট পরা ব্যক্তি কোমর থেকে একটি চাপাতি বের করেন। তিনি রিকশায় বসে থাকা তরুণীকে চাপাতি দিয়ে কোপ দেওয়ার অঙ্গভঙ্গি দেখান এবং তরুণীর কাছ থেকে ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেন।

আরও দেখা যায়, কালো শার্ট পরা লোকটি তরুণীর গলা থেকে একটি রুপার চেইন ও একটি কালো রঙের ব্যাগ ছিনিয়ে নেন। এ সময় মোটরসাইকেলটিকে ঘুরিয়ে রাস্তার পাশে রাখা হয়। মোটরসাইকেলের চালক (হেলমেট পরা) ও তার দুই সহযোগী গলির পাশের একটি বাসার দিকে যান। কিছুক্ষণ পর তিন ছিনতাইকারী একসঙ্গে এগিয়ে এসে মোটরসাইকেলে ওঠে। এ সময় রিকশায় তরুণীর সহযাত্রী তরুণটি এগিয়ে এসে কালো রঙের ব্যাগটি ফেরত চাইলে সেটি তার দিকে ছুড়ে মারে ছিনতাইকারীরা। এরপর তারা মোটরসাইকেলে উঠে চলে যায়। তখন একজন নিরাপত্তারক্ষী একটি লাঠি হাতে ঘটনাস্থলে আসেন।

বিজ্ঞাপন

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন বলেন, ছিনতাইয়ে ভিডিও ছড়িয়ে পড়ার পর শাকিলকে আমরা শনাক্ত করি। এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে। পরে অভিযান চালিয়ে শাকিলকে গাজীপুরের পুবাইল থেকে গ্রেফতার করি। শাকিলের কাছ থেকে মোটরসাইকেল ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

সারাবাংলা/এমএইচ/এমপি

গ্রেফতার ছিনতাই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর