Tuesday 22 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ এপ্রিল ২০২৫ ১১:৫২ | আপডেট: ১৮ এপ্রিল ২০২৫ ১৭:০১

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা সদর উপজেলার নয়মাইল বাজারে ঢাকাগামী দ্রুতগতির যাত্রীবাহী পরিবহনের ধাক্কায় অটোরিকশার দুই আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (১৮ এপ্রিল) ভোর ৪ টা ৫৫ মিনিটে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

রিক্সাভ্যান চালক একই উপজেলার কুতুবপুর গ্রামের মরহুম মকছেদের ছেলে আব্দুর রাজ্জাক (৬৫) ও মাহম্মদ জমা গ্রামের খন্দকার পাড়ার মরহুম ইসমাইল হোসেনের ছেলে চাল ব্যবসায়ী গোলাম সরোয়ার (৭০)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চুয়াডাঙ্গার সিন্দুরিয়া পুলিশক্যাম্প ইনচার্জ এসআই শহিদুল ইসলাম জানিয়েছেন, গোলাম সরোয়ার চাল ব্যবসায়ী। ব্যাবসায়িক কাজে সদর উপজেলার মোহাম্মদজুমা গ্রাম থেকে একটি ভ্যানে করে আব্দুর রহমান ও গোলাম সরোয়ার সরোজগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন। পথে নয়মাইল বাজার এলাকায় পৌঁছালে একটি অজ্ঞাত গাড়ি তাদের ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

ওসি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস বাহিনী ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। আইনগত বিষয় প্রক্রিয়াধীন। ঘটনাস্থলটি চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কে। সড়কটিতে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

সারাবাংলা/এমপি

দুর্ঘটনা নিহত

বিজ্ঞাপন

বিকেলে বিএনপির যৌথ সভা
২২ এপ্রিল ২০২৫ ১০:৩৭

আরো

সম্পর্কিত খবর