খুলনায় ডিবি ও ছাত্র পরিচয়ে চাঁদাবাজি, আটক ৪
১৮ এপ্রিল ২০২৫ ১২:১৮
খুলনা: খুলনায় ডিবি পুলিশ ও ছাত্র সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির সময়ে চার জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাতে নগরীর বয়রা আজিজের মোড় এলাকার পুলিশের সাবেক ইন্সপেক্টর মাহফুজের বাড়ি থেকে আটক করা হয় তাদের।
আটকরা হলেন- খুলনা সদর থানাধীন বাগমার এলাকার মো. আব্দুল হামিদ সরদারের ছেলে মো. মাসুদ রানা, মিস্ত্রিপাড়া এলাকার আব্দুর সামাদ গাইনের ছেলে মো. ফয়সাল মাহমুদ, টুটপাড়া মহিরবাড়ি ছোট খালপাড় এলাকার কামরুল ইসলামের ছেলে মো. সালাউদ্দিন এবং শেরে বাংলা আমতলা এলাকার ইউসুফ আলীর ছেলে রিফাত পারভেজ রাফি।
শুক্রবার (১৮ এপ্রিল) সকালে খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার হুমায়ুন আহমেদ জানান, ডিবি পুলিশ পরিচয়ে তারা প্রথমে প্রবেশ করে এবং পরে সমন্বয়ক পরিচয় দিয়ে বাসার লোকজনকে মারধর করে স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। খবর পেয়ে পুলিশ তাদের মালামালসহ আটক করে।
সারাবাংলা/এসডব্লিউ