Sunday 20 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করল হামাস

আন্তর্জাতিক ডেস্ক
১৮ এপ্রিল ২০২৫ ১২:৪৬ | আপডেট: ১৮ এপ্রিল ২০২৫ ১২:৪৮

হামাসের সামরিক শাখার সশস্ত্র সদস্যরা। ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের সর্বশেষ যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। সংগঠনটি জানিয়েছে, তারা এমন একটি চুক্তি আলোচনার জন্য প্রস্তুত, যার আওতায় সকল বন্দিমুক্তি বিনিময়ে যুদ্ধের অবসান এবং ফিলিস্তিনি বন্দিদের মুক্তি নিশ্চিত করা হবে।

হামাসের প্রধান আলোচক খালিল আল-হাইয়া এক ভিডিও বার্তায় বলেন, ‘আমরা এমন কোনো আংশিক চুক্তি গ্রহণ করব না, যা নেতানিয়াহুর রাজনৈতিক এজেন্ডাকে পূরণ করে।’

বিজ্ঞাপন

বর্তমানে ৫৯ জন জিম্মি আটক রয়েছেন, যাদের মধ্যে ২৪ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের প্রস্তাবে ১০ জন জিম্মির মুক্তির বিনিময়ে ৪৫ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছিল।

ইসরায়েলের কট্টরপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ বলেন, ‘এখনই সময় হামাসের বিরুদ্ধে নরকের দরজা খুলে দেওয়ার।’

হাইয়া আরও বলেন, ‘নেতানিয়াহু ও তার সরকার আংশিক চুক্তিকে রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের ঢাল হিসেবে ব্যবহার করছে, যার মূল উদ্দেশ্য হলো গণহত্যা ও অভুক্ত রেখে যুদ্ধ চালিয়ে যাওয়া—এমনকি সে জন্য তার নিজের বন্দিদের জীবন বলি দিতেও রাজি।’

তিনি জানান, ‘হামাস প্রস্তুত রয়েছে অবিলম্বে একটি চুক্তিতে পৌঁছাতে, যেখানে সব জিম্মিকে মুক্তির বিনিময়ে একটি নির্ধারিত সংখ্যক ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হবে এবং যুদ্ধের অবসান ঘটবে।’

তবে হামাস আগে থেকেই জানিয়েছে, তারা একটি সামগ্রিক চুক্তির কথা ভাবতে পারে, তবে দুই পক্ষ এখনও এমন কোনো সমঝোতার কাছাকাছি নেই।

ইসরায়েল ঘোষণা দিয়েছে, তারা হামাসকে সম্পূর্ণ নিরস্ত্র ও ধ্বংস করার লক্ষ্যে অভিযান চালিয়ে যাবে। এদিকে প্রতিদিনই গাজায় ইসরায়েলি বিমান হামলায় বহু মানুষ নিহত হচ্ছেন এবং সেখানে কোনো মানবিক সহায়তা প্রবেশ করছে না।

বিজ্ঞাপন

সর্বশেষ ইসরায়েলি হামলায় অন্তত ৩৭ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই গাজায় শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া বেসামরিক নাগরিক।

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, গত দুই দিনে তারা ১০০টিরও বেশি সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, যার মধ্যে সন্ত্রাসী সেল, সামরিক কাঠামো ও অবকাঠামো রয়েছে।

ইসরায়েল বলছে, তারা ১ মার্চ থেকে আরোপিত অবরোধ বজায় রেখেছে এবং দাবি করছে সেখানে কোনো ত্রাণ ঘাটতি নেই। তবে ১২টি প্রধান সাহায্য সংস্থার নেতারা সতর্ক করেছেন, গাজার মানবিক ত্রাণ ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়ার মুখে।

সারাবাংলা/এনজে

ইসরায়েল প্রত্যাখ্যান যুদ্ধবিরতি হামাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর