চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টে শামীম রেজা সাজু (৩১) নামে এক পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৮ এপ্রিল) সকালে নিজ শয়নকক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শামীম কুষ্টিয়ার মিরপুর উপজেলার ঝুটিয়াডাঙ্গা গ্রামের হোসেন আলীর ছেলে। ৬ মাস আগে তিনি দর্শনা ইমিগ্রেশন বিভাগে যোগ দেন। নতুন ভবনের দ্বিতীয়তলায় তিনি একা একটি কক্ষে থাকতেন। তার কনস্টবল নম্বর ৫৩২। তিনি ছয়
বছর বয়সী এক সন্তানের জনক ছিলেন।
সহকর্মীরা জানান, শুক্রবার সকাল ৯টায় কর্মস্থলে অনুপস্থিত থাকায় কয়েকজন সহকর্মী খোঁজ নিতে তার কক্ষে যায়। সেখানে তারা শামীম ইসলাম সাজুর ঝুলন্ত মরদেহ দেখতে পান।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা জানান, তিনি ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত খোঁজ নিয়েছেন।