Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারী বিশ্বকাপ বাছাইপর্ব
যে সমীকরণে বিশ্বকাপে খেলতে পারে বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস ডেস্ক
১৮ এপ্রিল ২০২৫ ১৬:১৩

বাংলাদেশ নারী ক্রিকেট দল

নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে বাংলাদেশ নারী ক্রিকেট দল এখন পাকিস্তানে। বাছাইপর্বের টানা দিন ম্যাচে জয়ের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরেছে বাংলাদেশের মেয়েরা। এই হারে কিছুটা বিপাকে পড়েছে বাংলাদেশ। এই বছরের শেষভাগে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে বাংলাদেশের সামনে কী সমীকরণ, চলুন জেনে নেওয়া যাক সেটাই।

ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে অংশ নিয়েছে ৬টি দল। তাদের মধ্যে ২ দল যাবে বিশ্বকাপের মূল পর্বে। এরই মধ্যে ৪ ম্যাচে টানা ৪ জয়ে বিশ্বকাপের মূল পর্বের টিকিট নিশ্চিত করেছে স্বাগতিক পাকিস্তান। বিশ্বকাপের মূল পর্বের টিকিট বাকি আছে তাই মাত্র একটি।

বিজ্ঞাপন

বাংলাদেশ নিজেদের প্রথম তিন ম্যাচে থাইল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডকে হারিয়ে উড়ছিল বাংলাদেশ। চতুর্থ ম্যাচে এসে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩ উইকেটে হেরেছেন নিগার সুলতানারা। ৪ ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ৬ পয়েন্ট, তারা আছে দ্বিতীয় স্থানে। স্কটল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ ৪ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় ও চতুর্থ স্থানে। বিশ্বকাপের টিকিটের লড়াইয়ে টিকে আছে এই তিন দলই।

বাংলাদেশের সামনে সমীকরণটা সহজ। ১৯ এপ্রিল স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরই মধ্যে বিশ্বকাপ নিশ্চিত করা পাকিস্তানকে হারাতে পারলেই সরাসরি ওয়ানডে বিশ্বকাপে পা রাখবে বাংলাদেশের মেয়েরা।

বাংলাদেশে হেরে গেলেও থাকছে বিশ্বকাপে খেলার সুযোগ। অন্য ম্যাচে স্কটল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ নিজেদের ম্যাচে হেরে গেলেই মূল পর্বে চলে যাবে বাংলাদেশ। বাংলাদেশ যদি পাকিস্তানের কাছে হারে ও ওয়েস্ট ইন্ডিজ এবং স্কটল্যান্ড যদি নিজেদের ম্যাচে জিতেও যায়, তাও বাংলাদেশের সামনে সুযোগ থাকছে।

বিজ্ঞাপন

সেই ক্ষেত্রে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ডের পয়েন্ট হবে ৬। তিন দলের মধ্যে রান রেটে এগিয়ে যাওয়া দলই পাবে বিশ্বকাপের টিকিট। এই মুহূর্তে +১.০৩৩ রান রেটে সবার চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। অন্যদিকে স্কটল্যান্ডের রান রেট +০.১৩৬। ওয়েস্ট ইন্ডিজের রান রেট -০.২৮৩।

সারাবাংলা/এফএম

নারী বিশ্বকাপ বাছাইপর্ব বাংলাদেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর