Monday 03 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুড়িগ্রামে রাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৮ এপ্রিল ২০২৫ ১৫:৪০

রাবি ছাত্রলীগের সহ-সভাপতি মো. তাওহীদুল ইসলাম দুর্জয় গ্রেফতার।

কুড়িগ্রাম: কুড়িগ্রামে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মো. তাওহীদুল ইসলাম দুর্জয় (২৮) কে গ্রেফতার করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ।

শুক্রবার (১৮ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ। এর আগে গতকাল (বৃহস্পতিবার) তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার দুর্জয় সদরের যাত্রাপুর ইউনিয়নের কালির আলগা গ্রামের মোতালেব আলীর ছেলে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মো. বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পতিত ফ্যাসিস্ট আওয়ামি লীগ সরকারের সময়ে ছাত্র জনতার ওপর হামলাকারী এবং বিভিন্ন সময়ে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনাকারী নিষিদ্ধ সংগঠন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতিকে গ্রেফতার করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ। আমাদের নিয়মিত অভিযান চলমান রয়েছে।’

বিজ্ঞাপন
সারাবাংলা/এসডব্লিউ