Thursday 01 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আমরা আওয়ামী লীগের দোসর না’

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ এপ্রিল ২০২৫ ১৬:০৬ | আপডেট: ১৮ এপ্রিল ২০২৫ ১৯:১২

জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন। ছবি: সারাবাংলা

ঢাকা: অহিংস গণভ্যুথান বাংলাদেশ সংগঠনের সিনিয়র যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট জিয়াউর রহমান বলেছেন, আমরা আওয়ামী লীগের দোসর না। ক্ষমতায় থাকার সময় আওয়ামী লীগ মনে করত আমরা বিএনপি জামাতের লোক। আমরা সরকার বিরোধী নয়, আমরা সরকারের বন্ধু।

শুক্রবার (১৮ এপ্রিল) সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবে ‘দুর্নীতি বিরোধী বিশেষ আইন প্রণয়নের দাবিসহ ২৫ নভেম্বর শাহবাগে সমাবেশকে কেন্দ্র করে সকল মিথ্যা মামলা ও নির্যাতন বন্ধ করতে হবে’ শীর্ষক সংগঠনটি থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

জিয়াউর রহমান বলেন, অহিংস গণভ্যুথান বাংলাদেশ দুর্নীতি বিরোধী শিরোনামে ‘অবৈধ অর্থ উদ্ধার ও গণমূখী বিনিয়োগ জাতীয় সংস্থা’ নামে একটি বিশেষ আইন প্রণয়নের দাবিতে গত ১৮ আগস্ট শাহবাগে সমাবেশ শেষে যমুনায় স্বারকলীপি জমা দেওয়া হয়। এতে সাড়া না পেয়ে গত ২৫ নভেম্বর রাজধানীর শাহবাগে সমাবেশের ডাক দেওয়া হয়। কিন্তু আমরা সেই সমাবেশের অনুমতি পাইনি। ২৪ নভেম্বর রাতে সংগঠক ও নেতাদের বাসা-অফিস থেকে গ্রেফতার করা হয়। সেই সঙ্গে আমাদের আওয়ামী লীগের দোসর ও সরকার পতনের জন্য আমরা আসছি বলে প্রচার করা হয়। আমাদের ওপর জেল জুলুম করে নির্যাতন করা হয়েছে। আমাদের ওপর থেকে মামলা প্রত্যাহার করা না হলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়া হবে।

তিনি বলেন, ‘অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ একটি স্বেচ্ছাসেবী, সিভিল রাইট অর্গনাইজেসন ইনিসিয়েটিভ নামে কর্মসূচি নিয়ে মাঠে চারটি বিষয় নিয়ে কাজ শুরু করে। তবে উক্ত সংগঠনটি কোন আর্থিক লেনদেন করে না। সারা বাংলাদেশ থেকে এক কোটি আশি লাখ লোকের অনুস্বাক্ষর গ্রহণ করা হয়েছে। আইন প্রনয়নের উদ্দেশ্যে যখন যে সরকার ক্ষমতায় থাকবে তাদের কাছে দাবি উপস্থাপন করা আমাদের দ্বিতীয় উদ্দেশ্য।’

বিজ্ঞাপন

সংগঠনটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব মাহবুব আলম চৌধুরী বলেন, ‘এটি একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান, তাতে কোনো সন্দেহ নাই। আমার আওয়ামী লীগের দোসর না। আমরা খেতে খাওয়া মানুষের জন্য কাজ করি। আমাদের বিরুদ্ধে মামলা জেল জুলুম কেন? আমরা সরকার বিরোধী নয়, আমরা সরকারের বন্ধু। আসিফ নজরুল, আপনি আইন উপদেষ্টা হয়ে মানুষের কথা শুনবেন না সেটা হবে না। বিদেশে পাচারকৃত টাকা দেশে আনবেন, এটার অবদান এই সংগঠনের।’

সংগঠনটির সদস্য হারুনুর রশীদ বলেন, ‘জেল জুলুমে আমাদের ধ্বংস করে দেওয়া হয়েছে। আমরা রাষ্ট্র বিরোধী কোনো কাজ করিনি। অহিংস গণভ্যুথান বাংলাদেশ কখনও কোনো দলের বিরুদ্ধে কথা বলেনি। তারা বলেছে লুটেরাদের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে। আমরা বলেছি স্বাধীনতার ৫৪ বছরে যারাই ক্ষমতায় ছিল তারাই দুর্নীতির মাধ্যমে লুটপাট করে দেশের টাকা পাচার করেছে। আপনারা যারা বিদেশ প্রেমিক তারা দেশ থেকে চলে যান। আপনাদের দিয়ে দেশের কোনো উন্নতি হবে না।’

সারাবাংলা/এমএইচ/এমপি

অহিংস গণভ্যুথান বাংলাদেশ অ্যাডভোকেট জিয়াউর রহমান আওয়ামী লীগের দোসর