খুলনা: খুলনার ডুমুরিয়ায় মধ্যবয়সী এক নারীর ঝলসানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৮ এপ্রিল) সকাল ১০টার দিকে খুলনা সাতক্ষীরা মহাসড়কের কাঁঠালতলা বাজার থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, শুক্রবার (১৮ এপ্রিল) রাতে ওই নারীকে ঘাতকরা অন্য কোনো স্থান থেকে হত্যা করে কাঁঠালতলা বাজার সংলগ্ন, হোমিও চিকিৎসক অসিম মল্লিকের একটি পরিত্যক্ত টিনসেটের ঘরের মধ্যে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। মরদেহটির হাত ও পায়ের রগ কেটে শরীরে কেমিক্যাল জাতীয় দ্রব্য দিয়ে ৯৫ ভাগ পুড়িয়ে ঝলসে দিয়েছে ঘাতকরা। মরদেহটির শরীরে সেলোয়ার কামিজ, হাতে চুরি ও নাকে নাকফুল রয়েছে।
খুলনা জেলা পুলিশের বি-সার্কেল মো. খায়রুল আনাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।