Saturday 19 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটের সুরমা নদী থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৮ এপ্রিল ২০২৫ ১৬:৩৭ | আপডেট: ১৮ এপ্রিল ২০২৫ ১৯:১২

মৃত অজ্ঞাত ব্যক্তি।

সিলেট: সিলেটের সুরমা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৮ এপ্রিল) বেলা আড়াইটার দিকে দক্ষিণ সুরমা থানা পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৫৫ থেকে ৬০ এর মধ্যে হবে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, জুম্মার নামাজের সিলেট দক্ষিণ সুরমার দরিয়া শাহ মাজার-সংলগ্ন শাহজালাল ব্রিজের নিচে সুরমা নদীতে একটি মরদেহ ভেসে থাকতে দেখেন মুসল্লিরা। এ সময় পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহটি উদ্ধার করেন।

দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘একটি মরদেহ উদ্ধার করেছে আমাদের টিম। মরদেহের পরিচয় পাওয়া যায়নি। বিস্তারিত খোঁজ নিচ্ছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

সারাবাংলা/এসডব্লিউ

মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর