Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে থানা থেকে লুট হওয়া গ্যাস গান উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ এপ্রিল ২০২৫ ১৬:২৯

অস্ত্র উদ্ধার

নোয়াখালী: নোয়াখালীর চাটখিল থানা থেকে গত পাঁচ আগস্টে লুট হওয়া একটি টিআর মডেলের গ্যাস গান উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম। এর আগে, বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে উপজেলার পাঁচগাও ইউনিয়নের আবু তরাফ গ্রাম থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম জানান, বৃহস্পতিবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক জাকির হোসেনের নেতৃত্বে একটি দল চাটখিল উপজেলার পাঁচগাও ইউপির এক নম্বর ওয়ার আবু তরাফ এলাকায় বুড়ির পোলের পূর্ব পার্শ্বে আহম্মদ ভুইয়ার পরিত্যক্ত খালি জায়গায় অভিযান চালায়। এ সময় প্লাস্টিকের বস্তার ভেতর থেকে একটি টিআর গ্যাস গান উদ্ধার করা হয়।

এ বিষয়ে তদন্তপূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

সারাবাংলা/এইচআই

অস্ত্র উদ্ধার গ্যাস গান উদ্ধার থানা থেকে লুট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর