Thursday 01 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জে আ.লীগ নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ এপ্রিল ২০২৫ ১৬:৪৩ | আপডেট: ১৮ এপ্রিল ২০২৫ ১৯:১১

উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ জুয়েল

সুনামগঞ্জ: জেলার জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ জুয়েলকে (৫৬) গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে সিলেট র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতার আওয়ামী লীগ নেতা সৈয়দ জুয়েল মিয়া উপজেলার সৈয়দপুর ইশানকোনা গ্রামের মৃত সৈয়দ খলা মিয়ার ছেলে। তিনি সৈয়দপুর শাহাপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান।

জানা যায়, বৃহস্পতিবার রাতে জগন্নাথপুর উপজেলার ইশানকোন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে সৈয়দ জুয়েল মিয়াকে গ্রেফতার করে র‌্যাব। তার নাশকতা ও সহিংসতা মামলা আছে।

বিজ্ঞাপন

অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, আসামিকে কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও এই মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৯, সিলেট এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

সারাবাংলা/এইচআই