Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটে মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, শিক্ষক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৮ এপ্রিল ২০২৫ ১৬:৫৯

ঘটনায় অভিযুক্ত মো. সেলিম মিয়া গ্রেফতার।

সিলেট: সিলেটের বিশ্বনাথ উপজেলায় ১৭ বছরের মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সেলিম মিয়া নামের এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) মধ্যরাতে সিলেটের ওসমানীনগর উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে তাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার মো. সেলিম মিয়া (৪২) ওসমানীনগর উপজেলার মান্দারুকা গ্রামের মৃত শুকুর আলীর ছেলে।

জানা গেছে, বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের হতদরিদ্র এক পরিবারের কিশোরী রমজান মাসে দারুল ক্বেরাত শিক্ষা কেন্দ্রে কোরআন শিক্ষা নিতে স্থানীয় মসজিদে ভর্তি হয়। এতে দারুল ক্বেরাত শিক্ষা কেন্দ্রের শিক্ষক ক্বারী সেলিম মিয়ার সঙ্গে ওই কিশোরীর পরিচয় হয়।

গত বুধবার (১৬ এপ্রিল) ওই কিশোরী বাড়ি থেকে মাদসারায় যাওয়ার পথিমধ্যে ওই শিক্ষক তাকে জোর করে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যান। পরে সিলেট শহরের একটি বাসায় নিয়ে তাকে ধর্ষণ করে। ভুক্তভোগী কিশোরী বিষয়টি পরিবারের সদস্যদের অবহিত করলে ধর্ষক সেলিম কিশোরীর চাচাতো ভাইয়ের সঙ্গে বিষয়টি টাকার বিনিময়ে ধামাচাপা দিতে চায়।

কিশোরীর পরিবার বিশ্বনাথ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে (মামলা নং-৬)। মামলা দায়েরের পরপরই থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে মামলার আসামি মো. সেলিম মিয়াকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেছেন, কিশোরীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়েরের পরপরই পুলিশ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করে। গ্রেফতার আসামিকে শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে। ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসডব্লিউ

মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ শিক্ষক গ্রেফতার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর