Thursday 01 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পলিটেকনিক শিক্ষার্থীদের কাফন মিছিল, হুঁশিয়ারি

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ এপ্রিল ২০২৫ ১৭:২১ | আপডেট: ১৮ এপ্রিল ২০২৫ ১৯:১১

শিক্ষার্থীদের কাফন মিছিল

ঢাকা: ছয় দফা দাবি আদায়ে মাথায় কাফনের কাপড় বেঁধে দেশজুড়ে গণমিছিল করেছেন সরকারি-বেসরকারি কারিগরি শিক্ষার্থীরা। সরকার দ্রুত সমাধান না করলে কঠোর কর্মসূচি ডাক দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।

শুক্রবার (১৮ এপ্রিল) জুমার নামাজের পর কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ হল গেট থেকে মিছিল শুরু হয়। মিছিলটি সাতরাস্তা ঘুরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ গেটে গিয়ে শেষ হয়।

মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, জীবন-মরণের লড়াই জেনেই আমরা আন্দোলনে নেমেছি। বিভিন্ন ধরনের আশ্বাস দিয়ে আমাদের আন্দোলন বন্ধ করতে বলা হয়েছে। কিন্তু বাস্তবে কোনো ফলই আমরা পাইনি। তাই বাধ্য হয়ে কাফনের কাপড় বেঁধে এই লড়াইয়ে নেমেছি। চাকরির ক্ষেতে আমরা ন্যায্য মর্যাদা চাই।

বিজ্ঞাপন

এর আগে, বৃহস্পতিবার সারাদেশে রেলপথ অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন শিক্ষার্থীরা। তবে এদিন সচিবালয়ে বৈঠকের আহ্বানের পরিপ্রেক্ষিতে সেই কর্মসূচি সাময়িকভাবে শিথিল করা হয়।

শিক্ষার্থীদের ছয় দফা দাবি হলো- ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য আলাদা ক্যাডার সার্ভিস চালু করা। ডিপ্লোমা ডিগ্রিধারীদের চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করা। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রাথমিক, মাধ্যমিক ও অন্যান্য সরকারি চাকরিতে যথাযথ মূল্যায়ন। টেকনিক্যাল অ্যাডুকেশনের অবকাঠামো উন্নয়ন ও পর্যাপ্ত বাজেট বরাদ্দ। সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার মান নিশ্চিত করা ও চাকরির ক্ষেত্রে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রতি বৈষম্যমূলক নীতিমালা বাতিল করা।

উল্লেখ্য, ছয় দফা দাবিতে প্রায় দেড় মাস ধরে ধারাবাহিক কর্মসূচি করছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। বুধবার (১৬ এপ্রিল) দিনভর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় অবরোধ করেন তারা। তাদের সঙ্গে সংহতি জানিয়ে সারাদেশে সড়ক ও রেলপথ অবরোধ করেন বিভিন্ন জেলার শিক্ষার্থীরা।

সারাবাংলা/আরএম/এসআর