কুমিল্লায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
১৮ এপ্রিল ২০২৫ ১৮:০৬
কুমিল্লা: সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার জাফরগঞ্জ এলাকায় ট্রাকচাপায় আব্দুল্লাহ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন আরোহী।
শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে দেবিদ্বারের জাফরগঞ্জ গঙ্গামন্ডল রাজ ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত আব্দুল্লাহ দেবিদ্বার উপজেলার শাকতলা ভূঁইয়া বাড়ির আব্দুল আওয়াল ভূঁইয়ার ছেলে। আহতের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্র জানায়, আব্দুল্লাহ মোটরসাইকেল যোগে দেবিদ্বারের দিকে যাচ্ছিলেন। পথে জাফরগঞ্জ গঙ্গামন্ডল রাজ ইনস্টিটিউটের সামেনে পৌঁছলে কুমিল্লাগামী একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে আরোহী আব্দুল্লাহ নিহত হন। এসময় অপর আরোহী আহত হন।
মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) পারভেজ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সারাবাংলা/এসআর