Wednesday 30 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চীনকে প্রতিহত করতে যুক্তরাষ্ট্রের নতুন পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক
১৮ এপ্রিল ২০২৫ ১৮:১৭ | আপডেট: ১৮ এপ্রিল ২০২৫ ২১:২২

ছবি: সংগৃহীত

চলমান শুল্ক যুদ্ধে চীনকে প্রতিহত করতে নতুন পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। চীনের তৈরি জাহাজ এবং চীনা মালিকানাধীন জাহাজগুলোর ওপর নতুন বন্দর ফি বসানোর সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প প্রশাসন। দেশটির নিজেদের জাহাজ নির্মাণ শিল্পকে পুনরুজ্জীবিত করতে এবং চীনের আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতেই এই পদক্ষেপ।

শুক্রবার (১৮ এপ্রিল) বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এক বিবৃতিতে নতুন এই ফি ঘোষণা করেছেন। তিনি বলেন, আমেরিকান অর্থনৈতিক নিরাপত্তা এবং বাণিজ্যের অবাধ প্রবাহের জন্য জাহাজ এবং জাহাজ চলাচল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, অক্টোবরের মাঝামাঝি থেকে চীনা জাহাজ মালিক এবং অপারেটরদের প্রতি টন পণ্যের জন্য ৫০ ডলার করে চার্জ করা হবে এবং আগামী কয়েক বছরে তা ধাপে ধাপে বাড়ানো হবে।

বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়, প্রতি টন পণ্যে জন্য ৫০ ডলার নির্ধারণ করা হয়েছে। ধাপে ধাপে পরবর্তী কয়েক বছর প্রতি টন পণ্যে ৩০ ডলার করে বৃদ্ধি পাবে। চীনা-নির্মিত জাহাজের জন্য ফি প্রতি টন ১৮ ডলার বা প্রতি কন্টেইনার ১২০ ডলার থেকে শুরু হবে এবং পরবর্তী তিন বছরে এটি আরও বৃদ্ধি পাবে।

চীনে তৈরি জাহাজ হলে ফি শুরু হবে প্রতি টনে ১৮ ডলার বা প্রতি কনটেইনারে ১২০ ডলার থেকে। গাড়িবাহী জাহাজ হলে প্রতি গাড়ির জন্য ফি হবে ১৫০ ডলার।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, ফি বাড়ানোর ফলে মার্কিন কেতারদের জন্যই দাম বাড়িয়ে দেবে। অন্যদিকে মার্কিন জাহাজ নির্মাণ শিল্পকে পুনরুজ্জীবিত করবে না বলেও তিনি মন্তব্য করেন।

বিজ্ঞাপন

এদিকে মার্কিন বাণিজ্য প্রতিনিধি বলেছেন, চীন মূলত তার আধিপত্য বিস্তার করছে। যার ফলে মার্কিন কোম্পানি, কর্মী এবং মার্কিন অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক বাড়ানোর নীতির পর নতুন এই সিদ্ধান্ত বিশ্ব বাণিজ্যকে আরও ব্যাহত করবে বলে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তবে নতুন এই নীতিকে শুল্ক নীতির চেয়ে কম গুরুতর মনে করেছেন তারা।

উল্লেখ্য, চীনা জাহাজের মালিক এবং চীনে নির্মিত জাহাজের অপারেটরদের ওপর ফি তাদের পণ্যে ওজন, তারা কতগুলি কন্টেইনার বহন করে বা জাহাজে থাকা যানবাহনের সংখ্যার ওপর নির্ভর করে।

সারাবাংলা/এইচআই

চীন ডোনাল্ড ট্রাম্প বন্দর ফি যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ শুল্ক যুদ্ধ