Saturday 19 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৬ জেলায় বজ্রপাতের শঙ্কা

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ এপ্রিল ২০২৫ ১৮:৪১ | আপডেট: ১৮ এপ্রিল ২০২৫ ২১:২২

ঢাকা: ঢাকাসহ দেশের ২৬টি জেলায় বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবার (১৮ এপ্রিল) আবহাওয়া অধিদফতরের বজ্রপাতের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার মধ্যে অস্থায়ীভাবে প্রতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা তার অধিক বেগে দমকা বা ঝড়ো হাওয়া ও বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে।

ওই জেলাগুলো হচ্ছে— রংপুর, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, রাজশাহী, নাটোর, পাবনা, বগুড়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর, কুষ্টিয়া, রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, ঢাকা, গাজীপুর, নরসিংদী, টাঙ্গাইল, মায়মনসিংহ ও সিলেট। প্রতি ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও বজ্রপাতসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

এদিকে আবহাওয়া অধিদফতরের শুক্রবারের (১৮ এপ্রিল) তথ্য অনুযায়ী, গত ৩ দিন থেকে বৃষ্টিপাতে দেশে তাপমাত্রা কমেছে। এতে গরম কমেছে। আজও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে আরও বলা হয়, এসব এলাকায় অস্থায়ীভাবে আকাশ মেঘলা থাকবে। কোথাও কোথাও হঠাৎ বৃষ্টি শুরু হতে পারে। বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। সংশ্লিষ্ট এলাকাগুলোর মানুষকে বিশেষ করে খোলা জায়গায় কাজ করা কৃষক ও মাঠে থাকা শ্রমিকদের সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সারাবাংলা/এফএন/এইচআই

২৬ জেলায় বজ্রপাত আবহাওয়া অধিদফতর আবহাওয়া অফিস বজ্রপাত

বিজ্ঞাপন

দিল্লিতে ভবন ধস, নিহত ৪
১৯ এপ্রিল ২০২৫ ১৩:২৯

আরো

সম্পর্কিত খবর