Friday 02 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফ্রান্সে দ. সুরমা থানা সমাজ কল্যাণ সংস্থার আহ্বায়ক কমিটি গঠন

ফ্রান্স থেকে নজমুল হক
১৮ এপ্রিল ২০২৫ ১৯:৪২

দক্ষিণ সুরমা থানা সমাজ কল্যাণ সংস্থার সামাজিক সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি।

ফ্রান্সের প্যারিসে বসবাসরত দক্ষিণ সুরমা থানার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সমগ্র পৃথিবীতে সমুন্নত রেখে পরবর্তী প্রজন্মকে শেকড়ের সাথে সম্পৃক্ত করার লক্ষ্যে দক্ষিণ সুরমা মাটি ও মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যে ফ্রান্সে দক্ষিণ সুরমা থানা সমাজ কল্যাণ সংস্থার সামাজিক সংগঠন যাত্রা শুরু করেছে।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দক্ষিণ সুরমা থানার ফ্রান্সে বসবাসরত সিলেট জেলার দক্ষিণ সুরমা থানার প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে এবং সকলের সর্ব সম্মতিক্রমে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে আহ্বায়ক হিসেবে মাহবুবুর রহমান বকুল ও সদস্য সচিব হিসেবে নুরুল ইসলাম কামাল (বড় ভাই)-কে মনোনীত করা হয়।

বিজ্ঞাপন

সদস্য হিসেবে মনোনীত হন যথাক্রমে ‌সামছুল হক (গোয়াল গাও), লোকমান আহমদ (বরইকান্দি) আব্দুল মান্নান (কামাল বাজার), আশরাফুল গণি জুনেল (বরইকান্দি), বখতিয়ার হুসেন শামীম (খালো পাড়), মো. শাহনুর আলী (লালা বাজার), শামীম আহমদ (গোপশহর), নূর খান (কামাল বাজার), আব্দুর রহমান (বরইকান্দি), আব্দুল কাদির খোকন (উপ হাজরাই), সৈয়দ জেলাছ (খানুয়া), শেখ নুরুল ইসলাম (খালোপাড়), আব্দুল হাকিম (বরইকান্দি), ইকবাল হোসেন আলী (কামাল বাজার, পুরানগাও), সাহেদ হোসাইন (সইদপুর), গুলজার আহমদ (উপ হাজরাই), লায়েক আহমদ (ধরাধর পুর), সৈয়দ তাকবির আলী (লালা বাজার), জাহেদ খান (হাজরাই মাঝ পাড়া), অলিউর রহমান অলি (তেঁতলী), শেখ শামসুদ্দিন,সামসুল (কৃষ্ণপুর, কামাল বাজার), অলিউর রহমান লায়েক (লালাবাজার), সৈয়দ মাহদি ইসলাম (মোল্লারগাঁও), জুয়েল আহমদ (মোল্লারগাঁও), গিয়াস আল মামুন (তেঁতলী, ছমিপুর), জগলু ইসলাম (বলদী বানেশ্বরপুর), কামাল হোসেন (কামাল বাজার পুরানগাও), ওয়াহিদ তালুকদার (লালা বাজার), জুবের আহমদ (লালা বাজার)।

বিজ্ঞাপন

সভায় সবার সম্মতিতে সিদ্ধান্ত হয়, এই কমিটি আগামী ৯০ দিনের ভিতরে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

সারাবাংলা/এনজে

আহ্বায়ক কমিটি গঠন দ. সুরমা থানা সমাজ কল্যাণ সংস্থা ফ্রান্স

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর