চট্টগ্রাম জুড়ে বৃষ্টিপাত, আরও বৃষ্টির আভাস
স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ এপ্রিল ২০২৫ ১৯:৫৯ | আপডেট: ১৮ এপ্রিল ২০২৫ ২২:৪৬
১৮ এপ্রিল ২০২৫ ১৯:৫৯ | আপডেট: ১৮ এপ্রিল ২০২৫ ২২:৪৬
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীসহ আশপাশের এলাকায় বৃষ্টিপাত শুরু হয়েছে। বৈশাখ মাস শুরুর পর প্রথম টানা বৃষ্টিতে ভিজছে বন্দরনগরী।
শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রথমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতে রূপ নেয়।
গত তিনদিন গভীর রাতে কিংবা হালকা বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রামে।
চট্টগ্রামে পতেঙ্গার প্রধান আবহাওয়া কার্যালয়ের পূর্বাভাস কর্মকর্তা মো. ইসমাইল ভূঁইয়া সারাবাংলাকে জানান, চট্টগ্রামসহ আশপাশের এলাকায় পরবর্তী ২৪ ঘন্টায় দমকা-ঝড়ো হাওয়াসহ আরও বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বাতাসের গতিবেগ থাকতে পারে ১৫ থেকে ২০ কিলোমিটার যা বেড়ে ২৫ থেকে ৩৫ কিলোমিটার বা আরও অধিক বেগে প্রবাহিত হতে পারে।
চট্টগ্রাম সমুদ্রবন্দরের জন্য কোনো সতর্কতা না থাকলেও নৌবন্দরের জন্য এক নম্বর সতর্ক সংকেত জারি আছে।
সারাবাংলা/আরডি/এনজে