Saturday 19 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘এসএসসি ৯৬’ টাঙ্গাইল জেলা গ্রুপের ১ম প্রতিষ্ঠাবার্ষিক ও বন্ধুদের মিলন মেলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ এপ্রিল ২০২৫ ২০:৫১

বন্ধুদের মিলন মেলা

টাঙ্গাইল: ‘বন্ধুদের টানে বন্ধুত্ব এগিয়ে যাক সারা দেশে’ এই স্লোগানকে সামনে নিয়ে ‘এসএসসি ৯৬’ টাঙ্গাইল জেলা গ্রুপের প্রথম প্রতিষ্ঠাবার্ষিক ও বন্ধুদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ এ দিনব্যাপী টাঙ্গাইল মহেড়া জমিদার বাড়িতে ‘এসএসসি ৯৬’ টাঙ্গাইল জেলা গ্রুপের উদ্যোগে এ মিলন মেলার আয়োজন করা হয়।

সকাল থেকে মহেড়া জমিদার বাড়িতে দেশের বিভিন্ন জেলা থেকে আগত ‘৯৬’ ব্যাচের বন্ধুরা মিলিত হন। এরপর কুরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে প্রথম অধিবেশনে ছিল বন্ধুদের ফুল দিয়ে বরণ, পরিচয় পর্ব, আড্ডা, গ্রুপ থিয়েটারের বক্তব্য, বন্ধুদের সম্মাননা প্রদান ও মধ্যাহ্নভোজ।

দ্বিতীয় অধিবেশনে থাকবে গান, নাটিকা ও এক মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে ৯৬ ব্যাচের বন্ধুরা মিলে নেচে গেয়ে আনন্দ উপভোগ করেন। সব শেষে থাকবে র‌্যাফেল ড্র। টাঙ্গাইল ‘এসএসসি ৯৬’ টাঙ্গাইল জেলা গ্রুপের এডমিন শামীম আল মামুন ও মোস্তফা মিয়া অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন।

মিলন মেলায় দীর্ঘদিন যোগাযোগ না থাকা বন্ধুরা একে অপরকে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। খোঁজ নেন পরিবার-পরিজনের। অনেকের চেহারা চেনা চেনা লাগলেও পরিচয় জেনেই নিশ্চিত হই তিনিই সেই স্কুল বন্ধু। এভাবে মহেড়া জমিদার বাড়িতে এক বন্ধু মিলনমেলায় পরিণত হয়। যেখানে এই সাবেক শিক্ষার্থীরা শৈশবের উৎসবে মেতে ওঠেন।

এ সময় টাঙ্গাইল ‘এসএসসি ৯৬’ টাঙ্গাইল জেলা গ্রুপের এডমিন মহিউদ্দিন সুমন, মানিক ভৌমিক, মো. শামীম খান, শাহজালাল আকন্দ, আফজাল হোসেন, শাহীন হোসেন, জহিরুল হক কিরণ, মোহাম্মদ খালেদ বিন আব্দুল আজিজ জনি, পলাশ চৌধুরী, জাকারিয়া মনিসহ চারশতাধিক বন্ধুরা ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচআই

এসএসসি ৯৬ বন্ধুদের মিলন মেলা

বিজ্ঞাপন

দিল্লিতে ভবন ধস, নিহত ৪
১৯ এপ্রিল ২০২৫ ১৩:২৯

আরো

সম্পর্কিত খবর