Friday 02 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুবির ভর্তিযুদ্ধ শুরু শনিবার

কুবি করেসপন্ডেন্ট
১৮ এপ্রিল ২০২৫ ২১:৫১

কুমিল্লা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

কুবি: গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে চার বছর পর ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্বতন্ত্র ভর্তি পরীক্ষা শুরু হবে।

শনিবার (১৯ এপ্রিল) সকাল ১০টায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর দুপুর ৩ টায় বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে ভর্তি পরীক্ষার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

চলতি বছর ‘এ’ ইউনিটে ৩৫০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৩২ হাজার ৬৫৮ পরীক্ষার্থী। সে হিসেবে প্রতিটি আসনে লড়বেন ৯৩ জন। এদিকে ‘সি’ ইউনিটে ২৪০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৯ হাজার ৯৫২ পরীক্ষার্থী। সে হিসেবে আসন প্রতি লড়বেন ৪১ জন।

রেজিস্ট্রার দফতর সূত্রে জানা গেছে, পরীক্ষার জন্য ইতোমধ্যে প্রস্তুত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ কুমিল্লা শহরের ৩০টি কেন্দ্র। বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আগামীকাল সকাল ১০টায় অনুষ্ঠিত হবে ‘সি’ ইউনিট (ব্যবসায় শিক্ষা অনুষদ) এবং বিকেল ৩টায় ‘এ’ ইউনিটের (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ) পরীক্ষা।

এরপর আগামী ২৫ এপ্রিল বিকেল ৪ টায় ‘বি’ ইউনিটের (কলা, মানবিক, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘বি’ ইউনিটের ৪৪০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২৩ হাজার ৭৯২ জন। ফলে প্রতিটি আসনের জন্য লড়বেন ৫৪ জন শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, ভর্তি পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে নেওয়া হয়েছে সর্বাত্মক প্রস্তুতি। কেন্দ্রগুলোতে নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত সদস্যরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচআই

কুবি ভর্তিযুদ্ধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর