অটোরিকশা নালায় পড়ে শিশু নিখোঁজ
স্টাফ করেসপন্ডেন্ট
১৮ এপ্রিল ২০২৫ ২১:৩২
১৮ এপ্রিল ২০২৫ ২১:৩২
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ব্যাটারিচালিত অটোরিকশা নালায় পড়ে ছয় মাস বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে।
শুক্রবার (১৮ এপ্রিল) রাতে নগরীর চকবাজারের কাপাসগোলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অটোরিকশায় থাকা ওই শিশুর মাকে উদ্ধার করেছে স্থানীয়রা।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বে থাকা এক অপারেটর সারাবাংলাকে বলেন, ‘একটি ব্যাটারিচালিত অটোরিকশা নালায় পড়ে যাওয়ার পর দুই যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করেছে। ছয় মাসের এক শিশু নিখোঁজ আছে। তাকে উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে। আমাদের একটি টিম ঘটনাস্থলে আছে। ডুবুরি দল পাঠানো হচ্ছে।’
সারাবাংলা/আইসি/এসআর