Friday 02 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্ত্রীর আত্মহত্যার প্ররোচনার দায়ে স্বামী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ এপ্রিল ২০২৫ ২১:৫১ | আপডেট: ১৮ এপ্রিল ২০২৫ ২১:৫৭

প্রতীকী ছবি

শরীয়তপুর: শরীয়তপুরের গোসাইরহাটে স্ত্রী দিপ্তি গোলদার নামে এক এনজিও কর্মীকে আত্মহত্যায় প্ররোচনার দায়ে স্বামী পরিতোষ গাইনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আলম এ তথ্য নিশ্চিত করেন। এর আগে উপজেলার ধীপুর গ্রামের ভাড়াবাড়ি থেকে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে নিহত দিপ্তির বড় ভাই বাদী হয়ে পরিতোষের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে থানায় মামলা করেন।

গ্রেফতারকৃত পরিতোষ গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার শ্রীফলবাড়ি গ্রামের মৃত ঠাকুর চাঁদ গাইনের ছেলে।

মামলা সূত্রে জানাগেছে, গোপালগঞ্জ জেলার রাজৈর থানার কদমবাড়ি গ্রামের ধন্য গোলদারের মেয়ে দিপ্তি ৫ থেকে ৬ বছর যাবত একটি এনজিওতে চাকরি করে আসছেন। ১ বছর দুই মাস আগে পরিতোষের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় দিপ্তির।

মামলায় আরও উল্লেখ করা হয়, দিপ্তির স্বামী পরিতোষ গত বছরের জুন মাসে অন্য এক তরুণীকে বিয়ে করেন। ঘটনার দিন বুধবার রাত দেড়টার দিকে স্বামী পরিতোষের সঙ্গে বাগবিতণ্ডা হয় দিপ্তির। এ সময় পরিতোষ শারীরিক ও মানষিকভাবে অত্যাচার করে দিপ্তিকে। পরে অত্যাচার সইতে না পেরে রুমে গিয়ে দরজা বন্ধ করে জানালার গ্রিলের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে দিপ্তির রুমের দরজা বন্ধ দেখেন পরিতোষ। পেরে জানালা দিয়ে দেখেন গ্রিলের সঙ্গে ঝুলে আছেন দিপ্তি। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ঘটনায় দিপ্তির বড় ভাই বাদী হয়ে পরিতোষকে আসামি করে গোসাইরহাট থানায় আত্মহত্যা প্ররোচনা মামলা করেন।

বিজ্ঞাপন

গোসাইরহাট থানার ওসি মো. মাকসুদ আলম বলেন, আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা হয়েছে। ওই মামলায় পরিতোষকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসআর

আত্মহত্যার প্ররোচনা শরীয়তপুর স্বামী গ্রেফতার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর