Saturday 19 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ন্যায় ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হতে হবে’

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ এপ্রিল ২০২৫ ২২:১৯ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৫ ০৯:৫৩

বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণসংযোগ

ঢাকা: দেশে ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠা এবং ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে সকলকে জামায়াতের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।

শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে তিনি রাজধানীতে কেন্দ্র ঘোষিত গণসংযোগ উপলক্ষ্যে আদাবর থানার মনসুরাবাদ এলাকা ও পার্শ্ববর্তী গুরুত্বপূর্ণ পয়েন্টে গণসংযোগ শেষে এক পথসভায় এসব কথা বলেন।

বিজ্ঞাপন

ড. রেজাউল করিম বলেন, জামায়াত একটি গণমুখী ও আদর্শবাদী রাজনৈতিক সংগঠন। আমরা গণমানুষের মুক্তি ও কল্যাণের জন্যই নিরলসভাবে কাজ করে যাচ্ছি। জামায়াত কুরআন-সুন্নাহর আদর্শের ভিত্তিতে দেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত কল্যাণকামী সমাজ প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। মূলত, দেশে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠিত না থাকায় মানুষ আজ অধিকার বঞ্চিত। দেশে সুশাসন নেই। আর মানবরচিত জীবন বিধান দিয়ে মানুষের মুক্তি ও কল্যাণ সম্ভব নয়।

তিনি বলেন, মানবজীবনের সকল সমস্যার সমাধান ও দেশে একটি ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে হলে আমাদের সকলকে ইসলামের পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে। আর মানুষকে সে একদফায় ঐক্য করার জন্য জামায়াত প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের এ প্রচেষ্টা সফল হলে রাষ্ট্রই সকল মানুষের সার্বিক নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করবে। তিনি সে স্বপ্নের সমাজ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, স্বৈরাচারী ও ফ্যাসীবাদী আওয়ামী বাকশালী সরকারের পতন হলেও তারা এখনো নানাভাবে সক্রিয় ও ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তারা বিভিন্ন রূপ ও বেশ ধরে নতুন আঙ্গিকে ফিরে আসার চক্রান্ত চালাচ্ছে। তারা অর্জিত বিজয়কে নস্যাৎ ও বিপ্লবী সরকারকে ব্যর্থ করার জন্য গভীর চক্রান্তে মেতে উঠেছে। কিন্তু স্বাধীনচেতা ও আত্মসচেতন জনগণ তাদের এসব ষড়যন্ত্র ব্যর্থ করে দেবে। অর্জিত বিজয়কে অর্থবহ ও টেকসই করতে বৃহত্তর জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। তিনি দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন আদাবর থানা জামায়াতের আমির আল আমিন সবুজ, নায়েবে আমির হাসান আব্দুল্লাহ সাকিব, সহকারী সেক্রেটারি ইমরান হাসান তারিফ, মুনসুরাবাদ ওয়ার্ডের সম্মানিত সভাপতি গোলাম মোস্তফা ও পিসিকালসার ওয়ার্ড সভাপতি আবুল বাশার প্রমুখ।

সারাবাংলা/এফএন/এইচআই

ঢাকা মহানগরী উত্তর ন্যায়-ইনসাফে বাংলাদেশ জামায়াতে ইসলামী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর