আরবিএম ওপেন স্কাউট গ্রুপের ২ সদস্যের পরিভ্রমণ
১৮ এপ্রিল ২০২৫ ২২:৩৭
ঢাকা: সহশিক্ষা কার্যক্রম ও এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি (ইসিএ) হিসেবে কিশোর-কিশোরী, যুব বয়সী শিক্ষার্থীদের অতিরিক্ত দক্ষতা বৃদ্ধির লক্ষে স্কাউট আন্দোলন বিশ্বব্যাপী পরিচালিত হচ্ছে। বাংলাদেশ স্কাউটস, রোভার অঞ্চলের আওতায় গাজীপুর জেলা রোভারের রাণী বিলাসমণি (আরবিএম) ওপেন স্কাউট গ্রুপের রোভার স্কাউট মো. মাফরুদ হাসান ও রোভার স্কাউট মো. রবিউল ইসলাম রিফাত রোভার প্রোগ্রামের অংশ হিসেবে পরিভ্রমণকারী ব্যাজ অর্জনের লক্ষ্যে পায়ে হেঁটে ৫ দিনে ১৫০ কিমি পরিভ্রমণ শেষ করেছে।
শুক্রবার (১৮ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
রোভার স্কাউটিংএর সর্বোচ্চ সম্মানসূচক ‘প্রেসিডেন্ট’স রোভার স্কাউট (পিআরএস)’ অ্যাওয়ার্ড অর্জনের জন্য গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং ধাপ হলো ‘পরিভ্রমণকারী ব্যাজ’। এই লক্ষ্য পূরণে রোভার স্কাউট সদস্যরা ১৩ এপ্রিল জেলা প্রশাসকের কার্যালয়, কুষ্টিয়া থেকে যাত্রা শুরু করে ১৭ এপ্রিল পর্যন্ত ঝিনাইদহ, মাগুরা, যশোর হয়ে ঝিনাইদহের কালীগঞ্জ পর্যন্ত ১৫০ কি.মি পথ অতিক্রম করে করে। রোভার স্কাউট সদস্যরা পরিভ্রমণের সময় চলতি পথে বিভিন্ন সচেতনতামূলক বার্তা তুলে ধরে যেমন ‘প্লাস্টিক পুনর্ব্যবহার করুন, টীকা নিন নিরাপদ থাকুন”, সড়কে শৃঙ্খলা আনুন, বৈষম্যহীন সমাজ গড়ুন’।
উল্লেখ্য, এই পরিভ্রমণের উদ্দেশ্য শুধুমাত্র ব্যাজ অর্জন নয়, বরং এটি রোভারদের শারীরিক সক্ষমতা, ধৈর্য, এবং একতার নিদর্শন হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
পরিভ্রমণ সফল বাস্তবায়নের জন্য নানাভাবে সহযোগিতা করেন কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের সদস্য বৃন্দ, গ্রুপ সভাপতি ও বাংলাদেশ স্কাউটসের সাবেক জাতীয় উপ কমিশনার (আইসিটি) এবং খাদ্য মন্ত্রণালয়ের উপ সচিব মো. আবু নাসার উদ্দিন, গ্রুপ সম্পাদক অ্যাডভোকেট মো. আওলাদ হোসেন (মারুফ) প্রমুখ।
সারাবাংলা/ইএইচটি/এসআর