শনিবার যুগপৎ রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসবে বিএনপি
১৮ এপ্রিল ২০২৫ ২২:৪৫ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৫ ০৯:৫২
ঢাকা: দেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনার সূত্র ধরে এবার যুগপৎ আন্দোলনের সঙ্গী রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকে বসছে বিএনপি। শনিবার (১৯ এপ্রিল) বিকেল ৩টায় রাজধানীর গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক করবেন বিএনপির লিয়াঁজো কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
শায়রুল কবির খান জানান, ১২ দলীয় জোট ও এলডিপির সঙ্গে বৈঠক করবেন লিয়াঁজো কমিটির প্রধান নজরুল ইসলাম খান। বিকেল ৩টায় ১২ দলীয় জোট ও সন্ধ্যা ৭টায় এলডিপির সঙ্গে আলোচনা করবেন তিনি। আগামী নির্বাচন ইস্যুতে যুগপতে থাকা দলগুলোর সঙ্গে বিস্তারিত আলোচনা হবে বলে জানান তিনি।
প্রসঙ্গত, গত ১৬ এপ্রিল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে বিএনপি। সেখানে তারা আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে দাবি জানান। কিন্তু সরকার নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ না জানিয়ে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে বলে বিএনপিকে জানায়। সরকারের এই অবস্থান নিয়ে পালটা নিজেদের অসন্তুষ্টির কথা জানায় বিএনপি।
সারাবাংলা/এফএন/এইচআই