Sunday 04 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘গুম হওয়া ব্যক্তির পরিবারের কষ্ট কেউ বুঝবে না’

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ এপ্রিল ২০২৫ ২৩:০১ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৫ ০৯:৫২

জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল

ঢাকা: গুম হওয়া ব্যক্তির পরিবারের কষ্ট পৃথিবীর কেউ বুঝবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

শুক্রবার (১৮ এপ্রিল) বিএনপি নেতা ইলিয়াস আলীসহ গুম হওয়া নেতাকর্মীদের সন্ধান দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি।

সৈয়দ মোয়াজ্জেম হোসেন বলেন, গুম হওয়া প্রতিটি ব্যক্তির পরিবারের একই অবস্থা। তারা সেই গুম হওয়া ব্যক্তির নামের আগে শহিদও লিখতে পারে না। আবার জীবিত আছে সেটাও লিখতে পারে না। তাদের কবর ও জিয়ারত করতে পারে না। এ রকম যন্ত্রণা পৃথিবীর মানুষের যেন না আসে।

বাংলাদেশ গণতান্ত্রিক পরিষদ আয়োজিত এ যুব সমাবেশে মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী-সন্তানদের মনে যে কষ্ট তা দুনিয়ার অন্য কেউ বুঝবে না। গুম হওয়া প্রতিটি ব্যক্তির পরিবারের একই অবস্থা। এ সরকারের ওপর চাপ সৃষ্টি করতে হবে। এ জন্য মানবাধিকার সংস্থাগুলোর নেতৃবৃন্দদেরও প্রোগ্রামে আনতে হবে, তাদের দিয়ে বক্তব্য দেওয়াতে হবে।

যুবদলের সাবেক এই সভাপতি বলেন, বর্তমানে প্রশাসনের ওপর দুটি জিনিস ভর করেছে। একটি হচ্ছে কোনোরকম অফিস টাইম কাজ করে বাসায় চলে যাওয়া। আরেকটি হচ্ছে কোনো ফাইল আসলে সেটা ধীর গতি করে সে ফাইলটা অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া। এই কাজগুলোর কারণে সবকিছু স্থবির হয়ে আছে।

আলাল বলেন, বাংলা ভাষায় কিছু শব্দ আছে, যেগুলো বাম দিক থেকে লিখলে যা হয় উলটো করে লিখলেও তাই হয়। বর্তমান সরকারের কাছে আমরা যে, দাবি করি না কেন তারা যা বলে, যা করে, সবকিছু উলটো দিক থেকে বিচার করলে একই হয়। তাই আমার কাছে মনে হয়, দাবি জানানোর চেয়ে অনুসন্ধানী টিম করে নিজেদেরই উদ্যোগ গ্রহণ করা দরকার।

বিজ্ঞাপন

যুব সমাবেশে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের আহ্বায়ক কামাল আহমেদ। এতে আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমাতুল্লাহ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আরিফা সুলতানা রুমা, গণতান্ত্রিক পার্টির সাংগঠনিক সম্পাদক মীর আমির হোসেন আমু প্রমুখ।

সারাবাংলা/এফএন/এইচআই

গুম বিএনপি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর