Sunday 20 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ক্যাশিয়ার’ মোশাররফ গ্রেফতার

স্পেশাল‌ করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২৫ ০০:০০

মোশাররফ হোসেন ওরফে মিনতি মোশাররফ। ছবি: সংগৃহীত

ঢাকা: ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ‘ক্যাশিয়ার’ হিসেবে পরিচিত মোশাররফ হোসেন ওরফে মিনতি মোশাররফকে গ্রেফতার করেছে ডিএমপির তেজগাঁও থানা পুলিশ।

শুক্রবার (১৮ এপ্রিল) রাতে ডিএমপির মিডিয়া শাখার উপ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (১৭ মার্চ ) রাত সাড়ে ১১ টার দিকে গুলশান থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

তেজগাঁও থানা সূত্রে জানা যায়, গ্রেফতার মোশাররফ হত্যাসহ একাধিক মামলার আসামি। তার বিরুদ্ধে খালেদা জিয়ার গাড়িবহরে বোমা বিস্ফোরণের মামলাও রয়েছে।

তেজগাঁও থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতার মোশাররফ তেজগাঁও থানা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক এবং গোসাইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।

উল্লেখ্য, ২০১৫ সালের এপ্রিলে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে প্রচার চালানোর সময় হামলার ঘটনা ঘটে। গত ২০২৪ সালের ২২ আগস্ট এ ঘটনায় মামলা হয়।

মামলায় অভিযোগ করা হয়, নির্বাচনি প্রচার চালানোর সময় খালেদা জিয়ার গাড়িবহরে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা হামলা চালিয়েছিল।

গ্রেফতার মোশারফকে আদালতে নেওয়া হলে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করে।

সারাবাংলা/ইউজে/এইচআই

খালেদা জিয়া মোশাররফ গ্রেফতার