Sunday 20 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেবীগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২৫ ০৮:৩৩

মরদেহ। প্রতীকী ছবি

পঞ্চগড়: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় মেহের আলী (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোজাফফর ও আশিকুজ্জামান শামীম নামে আরও ২ জন আহত হয়েছেন৷

শুক্রবার (১৮ এপ্রিল) রাতে দেবীডুবা ইউনিয়নের লক্ষীরহাট চৌরাস্তা এলাকায় এশিয়ান মহাসড়কে এই দূর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত মেহের আলী দেবীগঞ্জ পৌরসভার সোনাপোতা পাড়ঘাট এলাকার পরশ আলীর ছেলে।

আহতরা হলেন- দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের পেড়ালবাড়ী মিস্ত্রী পাড়া এলাকার মৃত নেহাজ উদ্দীনের ছেলে মোজাফফর এবং একই গ্রামের অপু শেখের ছেলে আশিকুজ্জামান শামীম। তারা সকলেই জাতীয় রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের দেবীডুবা ইউনিয়ন শাখার সদস্য।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় মেহের আলী, মোজাফফর এবং আশিকুজ্জামান শামীম দেবীডুবা ইউনিয়নের লক্ষীরহাট এলাকায় যাচ্ছিলেন। এ সময় পথিমধ্যে লক্ষিরহাট চৌরাস্তায় পঞ্চগড়গামী একটি পিকআপ ভ্যান পিছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহীরা সড়কে ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে কর্তব্যরত চিকিৎসক মেহের আলীকে মৃত ঘোষণা করেন। এ সময় আহত মোজাফফরের অবস্থার অবনতি ঘটলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং অপর আহত আশিকুজ্জামান শামীমকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এদিকে সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সোয়েল রানা বলেন, চিকিৎসক মৃত্যুর কারন নিশ্চিত করায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনজে

আহত ধাক্কা নিহত পিকআপ ভ্যান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর