Friday 02 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারী বিশ্বকাপের মূল পর্বে পাকিস্তান, বিপাকে ভারত

স্পোর্টস ডেস্ক
১৯ এপ্রিল ২০২৫ ০৮:৪৮

নারী বিশ্বকাপের মূল পর্বে পাকিস্তান

পাকিস্তানের মাটিতে চলছে আসন্ন নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব। ৬ দলের লড়াইয়ে সবার আগে বিশ্বকাপের মূল পর্বে পৌঁছে গেছে স্বাগতিক পাকিস্তান। আর এতেই বিপাকে পড়েছে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপের আয়োজক ভারত। মূল পর্বে পাকিস্তান অংশ নেওয়ায় হাইব্রিড পদ্ধতিতেই বিশ্বকাপ আয়োজন করতে হবে ভারতকে।

গত ফেব্রুয়ারিতে অনেক নাটকের পর হাইব্রিড পদ্ধতিতে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করতে বাধ্য হয়েছিল পাকিস্তান। ভারত তাদের সব ম্যাচ খেলেছে দুবাইয়ে। আয়োজক দেশ হয়েও সেমিফাইনালের একটি ম্যাচ ও ফাইনাল আয়োজন করতে পারেনি পাকিস্তান। এই টুর্নামেন্টের আগেই পাকিস্তান জানিয়েছিল, কিছু শর্তে হাইব্রিড পদ্ধতির টুর্নামেন্ট আয়োজনে রাজি হবেন তারা।

বিজ্ঞাপন

শর্ত অনুযায়ী, ২০২৭ সাল পর্যন্ত ভারতে অনুষ্ঠিত কোনো আইসিসি ইভেন্টে খেলতে যাবে না পাকিস্তান দল। এই সময়ের মধ্যে ভারতে হবে দুটি বৈশ্বিক টুর্নামেন্ট। এই বছরে অনুষ্ঠিত হবে নারী ওয়ানডে বিশ্বকাপ। ২০২৬ সালে হবে পুরুষদের টি-২০ বিশ্বকাপে। সেই বিশ্বকাপে অবশ্য যৌথ আয়োজক হিসেবে থাকছে শ্রীলংকা। পাকিস্তান তাদের ম্যাচগুলো সেখানেই খেলবে বলে ধারণা করা হচ্ছে।

২০২৫ সালের নারী বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিশ্চিত হওয়ায় নতুন করে ভাবতে হচ্ছে ভারতকে। দেশটির ৫ ভেন্যু হবে বিশ্বকাপের ম্যাচ। শর্ত অনুযায়ী, পাকিস্তান তাদের ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে খেলবে। তারা সেমি ও ফাইনালে পৌঁছে গেলে সেই ম্যাচও হবে নিরপেক্ষ ভেন্যুতে।

ভারত তাই বিশ্বকাপ আয়োজন করবে হাইব্রিড পদ্ধতিতে। ধারণা করা হচ্ছে, চ্যাম্পিয়নস ট্রফির মতো আরব আমিরাতের দুবাইতেই হতে পারে পাকিস্তানের ম্যাচগুলো। ভারত যদি শর্ত না মেনে নিজেদের মাঠেই পাকিস্তানকে খেলতে আমন্ত্রণ জানায়, তখন হুমকিতে পড়বে পুরো বিশ্বকাপই।

বিজ্ঞাপন

আগামী ২৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৬ অক্টোবর পর্যন্ত চলবে নারী বিশ্বকাপের ১৩তম আসর।

সারাবাংলা/এফএম

নারী বিশ্বকাপ পাকিস্তান ভারত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর