আজ ৬ বিভাগে বৃষ্টি হতে পারে
১৯ এপ্রিল ২০২৫ ০৯:০৩ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৫ ১২:২৫
ঢাকা: রাজধানী ঢাকাসহ দেশের ৬ বিভাগে বৃষ্টি হতে পারে আজ শনিবার (১৯ এপ্রিল)। কিন্তু এ সময় তাপমাত্রা কিছুটা বাড়তি থাকতে পারে। তবে সোমবার (২১ এপ্রিল) থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে তাপমাত্রা। শনিবার (১৯ এপ্রিল) আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে এ তথ্য জানা গেছে।
সেখানে বলা হয়, শনিবার (১৯ এপ্রিল) চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিন সারাদেশে দিন এবং রাতের তাপামাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
রোববার (২০ এপ্রিল) চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিনও তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে।
সোমবার (২১ এপ্রিল) সারাদেশে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। কারন ওইদিনও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, মঙ্গলবারও (২২ এপ্রিল) রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ সপ্তাহের শেষ দিকে গিয়ে বৃষ্টিপাত কমতে পারে।
সারাবাংলা/জেআর/এনজে