Monday 05 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২৫ ০৯:৩২ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৫ ১৬:০৬

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ছবি: সারাবাংলা

ঢাকা: জুলাইয়ে সংঘটিত অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের রাজনৈতিক সংগঠন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শনিবার (১৯ এপ্রিল) জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসবে।

শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় এনসিপির কেন্দ্রীয় দক্ষিণাঞ্চলের সংগঠক এবং দলটির ‘সংস্কার বিষয়ক সমন্বয় কমিটি’র সদস্য আরমান হোসাইন এই তথ্য নিশ্চিত করেন।

বৈঠকটি শনিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে দলটির প্রতিনিধি দল বৈঠকে অংশ নেবে।

আরমান হোসাইন বলেন, ‘সংস্কার কমিশনের বিভিন্ন প্রস্তাবনায় আমাদের যেসব দ্বিমত রয়েছে, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব।’

দ্বিমতের বিষয়গুলোর মধ্যে রয়েছে—চার বিভাগে প্রাদেশিক সরকার গঠণ এবং ফরিদপুর ও কুমিল্লাকে পৃথক বিভাগ করার প্রস্তাব, যা এনসিপি সমর্থন করছে না। এছাড়া উপজেলা ও জেলা পর্যায়ে ইউএনও এবং ডিসিকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার বিরোধিতাও করছে দলটি।

আরও উল্লেখযোগ্যভাবে, সংসদ নেতা ও প্রধানমন্ত্রীকে একই ব্যক্তি না রাখার প্রস্তাবেও দ্বিমত জানিয়েছে এনসিপি। দলটির মতে, বাংলাদেশের ক্ষমতার কাঠামোতে এটি ভারসাম্যহীনতা তৈরি করতে পারে।

সংবিধানের অনুচ্ছেদ ৭০ অনুযায়ী অর্থবিল পাসের সময় সংসদ সদস্যদের ভোটাধিকার নিয়েও আলোচনা হতে পারে বলে জানিয়েছেন আরমান হোসাইন। তিনি জানান, মূলত যেসব বিষয়ে দ্বিমত পোষণ করা হয়েছে, সেগুলোই আলোচনার এজেন্ডায় রয়েছে।

সারাবাংলা/এফএন/এনজে

এনসিপি ঐক্যমত কমিশন বৈঠক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর