Friday 02 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উপর মহলের নির্দেশ, রাত ৮টার পর ইবিতে ল্যাব ব্যবহারে মানা

ইবি করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২৫ ১০:৪৮

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)।

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) রাত ৮টার পর বিভিন্ন বিভাগের ল্যাব ব্যবহারে বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে। ‘উপর মহলের নির্দেশ’ এর কথা বলে শিক্ষার্থীদের ল্যাব থেকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এমনকি বিভাগের অনুমতি থাকা সত্ত্বেও শিক্ষার্থীদের ল্যাব থেকে বের করে দেওয়ার ঘটনাও ঘটেছে বলে দাবি বিজ্ঞান অনুষদভূক্ত শিক্ষার্থীদের।

এ ঘটনায় শনিবার (১৯ এপ্রিল) এক বিবৃতিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সায়েন্স ক্লাব। গবেষণা কাজে নিরবচ্ছিন্ন ল্যাব-ব্যবহার নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান তারা। একইসঙ্গে দিনে ২৪ ঘণ্টা ও সপ্তাহে সাত দিন ল্যাব খোলা রাখার দাবি জানিয়েছে তারা ও বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভূক্ত শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

বিবৃতিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি), ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগসহ একাধিক বিভাগে আধুনিক গবেষণাগার রয়েছে, যা সার্বক্ষণিক (২৪/৭) গবেষণার উপযোগী হিসেবে নির্ধারিত। এসব ল্যাবে শিক্ষার্থীরা নিয়মিত স্লট অনুযায়ী রাত-দিন কাজ করে থাকেন।

ক্লাবের দাবি, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিভাগ থেকে উপরের নির্দেশনার কথা বলে রাত ৮টার পর এসব ল্যাবে শিক্ষার্থীদের কাজ করতে বাধা দেওয়া হচ্ছে। এমনকি বিভাগের অনুমতি থাকা সত্ত্বেও শিক্ষার্থীদের ল্যাব থেকে বের করে দেওয়ার ঘটনাও ঘটেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই ধরনের নির্দেশনা শুধু নিয়মের অপপ্রয়োগ নয়, বরং শিক্ষার্থীদের স্বপ্ন ও গবেষণাকেন্দ্রিক প্রয়াসে সরাসরি প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

বিজ্ঞাপন

সায়েন্স ক্লাবের সভাপতি ইজমাজুল ফেরদৌস ও সাধারণ সম্পাদক জুনাইদুল মোস্তফা সই বিবৃতিতে আরও বলা হয়, বর্তমান উপাচার্য দায়িত্ব নেওয়ার পর শিক্ষার্থীবান্ধব বেশ কিছু উদ্যোগ নিয়েছেন, যার মধ্যে লাইব্রেরির সময়সীমা বৃদ্ধি ও ক্যাম্পাস ডিজিটালাইজেশন অন্যতম। কিন্তু ল্যাবে প্রবেশে এই বিধিনিষেধ সেই ইতিবাচক ধারার সঙ্গে সাংঘর্ষিক।

সারাবাংলা/ইআ

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর