Friday 02 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাগড়াছড়িতে অপহৃত ৫ শিক্ষার্থীকে উদ্ধারে অভিযান অব্যাহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২৫ ১১:৩৩ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৫ ১৩:১০

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীসহ ছয়জনকে উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে যৌথবাহিনী।

শুক্রবার (১৮ এপ্রিল) ভোর থেকে সেনাবাহিনীর নের্তৃত্বে জেলা সদরের মধুপুর, পানখাইয়া পাড়া, চাবাই সড়ক নোয়াপাড়া এলাকায় এ অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশ। উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান চলবে বলেও জানায় যৌথবাহিনী সূত্র।

পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, সেনাবাহিনীর নেতৃত্বে গত বুধবার (১৬ এপ্রিল) থেকেই অভিযান চালানো হচ্ছে। অভিযানে ব্যবহার করা হচ্ছে প্রযুক্তি। বিভিন্ন সড়কে জোরদার করা হয়েছে নিরাপত্তা।

খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান অপহৃতদের উদ্ধার করা প্রথম টার্গেট জানিয়ে বলেন, আমাদের এখন মিশন ও ভিশন হচ্ছে, অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করা। পাহাড়ে যারা চাঁদাবাজিসহ নানা অরাজকতা করছে, তাদের নির্মূল না করা পর্যন্ত সেনাবাহিনীর অভিযান চলবে।

গত বুধবার (১৬ এপ্রিল) সকালে বৈসাবি উৎসব শেষে বাড়ি ফেরার পথে পানছড়ি সড়কের গিরিফুল এলাকায় অস্ত্রের মুখে তাদেরকে অপহরণ করা হয়।

অপহৃতরা হলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালযের আন্তর্জাতিক সর্ম্পক বিভাগের শিক্ষার্থী রিশান চাকমা, চারুকলা বিভাগের মৈত্রীময় চাকমা, নাট্যকলা বিভাগের দিব্যি চাকমা, প্রাণী বিদ্যা বিভাগের লংঙি ম্রো এবং চারুকলা বিভাগের অলড্রিন ত্রিপুরা। তাদের বহনকারী অটোরিকশা চালককেও অপহরণ করা হয়।

সারাবাংলা/ইআ

খাগড়াছড়ি চবি শিক্ষার্থী যৌথবাহিনীর অভিযান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর