Saturday 03 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইন্টারপোলে হাসিনাসহ ১২ জনের নামে রেড নোটিশ জারির আবেদন

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২৫ ১১:৫৮

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

ঢাকা: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে ইন্টারপোলের কাছে রেড নোটিশ জারির আবেদন করেছে পুলিশ। পলাতক এসব ব্যক্তিকে দেশে ফিরিয়ে আনতে তিন দফায় এ আবেদন করেছে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি)।

অন্যরা হলেন- সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ও সাবেক আইজিপি বেনজীর আহমেদ।

বিজ্ঞাপন

পুলিশ সদর দফতরের সূত্রমতে, আদালত, রাষ্ট্রপক্ষ ও তদন্ত সংস্থার সুপারিশের ভিত্তিতে এ আবেদন করে এনসিবি। এর মধ্যে বেনজীরের বিরুদ্ধে আর্থিক অপরাধের অভিযোগ তুলে ধরা হয়েছে। শেখ হাসিনাসহ বাকিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার প্রমাণাদি সংযুক্ত করে আবেদনে উল্লেখ করা হয়।

এর আগে, ১০ এপ্রিল হাসিনা-বেনজীর ছাড়া বাকিদের বিরুদ্ধে ইন্টারপোলে রেট নোটিশ জারির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দফতরে প্রয়োজনীয় নথিসহ সুপারিশ পাঠায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়।

সারাবাংলা/আরএম/ইআ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর