Thursday 01 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মার্কিন হামলায় ইয়েমেনে নিহত ৮০

আন্তর্জাতিক ডেস্ক
১৯ এপ্রিল ২০২৫ ১২:৩৮ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৫ ১৬:০৭

ইয়েমেনের রাস ঈসা তেল বন্দরে মার্কিন বিমান হামলায় নিহত বেড়ে ৮০ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ১৫০ জন। দেশটির সশস্ত্র যোদ্ধা হুতি বিদ্রোহীরা জানিয়েছে, এটি ইয়েমেনে যুক্তরাষ্ট্রের অন্যতম বড় প্রাণঘাতী হামলা।

হুতি নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আলাসাবাহি শুক্রবার জানান, গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে তেল বন্দরটিতে ভয়াবহ হামলা চালায় মার্কিনিরা।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টটম) জানিয়েছে, হুতিরা যেন জ্বালানি না পায় এবং তেল বিক্রি করে কোনো অর্থ আয় না করতে পারে সেটি নিশ্চিতে হামলা চালানো হয়েছে।

সংবাদমাধ্যম আল জাজিরার সাংবাদিক মোহাম্মদ আল-আত্তাব ইয়েমেনের রাজধানী সানা থেকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র তেল বন্দরটি ছাড়াও আরও কয়েক জায়গায় হামলা চালিয়েছে। তবে সবচেয়ে বড় হামলাটি চালানো হয়েছে এখানে।

তিনি বলেন, তেল বন্দরটিতে যখন কর্মীরা কাজ করছিলেন তখন প্রথম চারটি হামলা হয়। এই হামলা সেখানকার কর্মীদের অবাক করেছে। হামলার সময় সেখানে সাধারণ ট্রাক চালকও ছিল।

তিনি আরও জানান, রাস ঈসা তেল বন্দর ইয়েমেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। রাতের হামলায় যারা নিহত হয়েছেন তাদের বেশিরভাগই সাধারণ বেসামরিক মানুষ। আর এত বেসামরিক মানুষের মৃত্যুর কারণে পুরো ইয়েমেনজুড়ে নিন্দার ঝড় উঠেছে।

প্রসঙ্গত, ইয়েমেনের রপ্তানিকৃত পণ্যের ৭০ শতাংশ এবং ৮০ শতাংশ মানবিক সহায়তা রাস ঈসা, হোদেইদা এবং আস-সালিফ বন্দর দিয়ে আসে।

সারাবাংলা/ইআ

ইয়েমেন মার্কিন হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর