স্বেচ্ছাসেবক লীগ নেতা ডা. সুমিত সাহা গ্রেফতার
স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২৫ ১২:৫৭ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৫ ১৬:০৭
১৯ এপ্রিল ২০২৫ ১২:৫৭ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৫ ১৬:০৭
ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সাবেক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও বর্তমান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভাঙচুরের ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ডা. সুমিত সাহাকে গ্রেফতার করা হয়েছে।
শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মন্সুর এ তথ্য নিশ্চিত করেছেন।
সুমিত সাহা স্বেচ্ছাসেবক লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক।
খালিদ মন্সুর বলেন, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলার সময় পিজি হাসপাতালে হামলা হয়। এ মামলায় ডাক্তার সুমিত সাহাকে শুক্রবার (১৮ এপ্রিল) রাতে পিজি হাসপাতাল থেকে গ্রেফতার করা হয়।
সারাবাংলা/ইউজে/ইআ