Friday 02 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিল্লিতে ভবন ধস, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক
১৯ এপ্রিল ২০২৫ ১৩:২৯ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৫ ১৬:০৭

ধসের পর বিধ্বস্ত ভবন। ছবি: সংগৃহীত

ভারতের দিল্লির মুস্তাফাবাদে শনিবার (১৯ এপ্রিল) ভোরে একটি চারতলা ভবন ধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪ জন নিহত হয়েছেন এবং ১৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তুপের নিচে এখনও ৮-১০ জন আটকে থাকার আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

ঘটনাটি ঘটে শনিবার (১৯ এপ্রিল) ভোর ৩টার দিকে। এরপরই জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), দিল্লি ফায়ার সার্ভিস এবং দিল্লি পুলিশের যৌথ উদ্ধার অভিযান শুরু হয়।

জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা সন্দীপ লাম্বা জানিয়েছেন, ‘১৪ জনকে উদ্ধার করা হয়েছে, ৪ জন মারা গেছেন এবং আরও ৮-১০ জন ধ্বংসস্তুপের নিচে আটকে আছেন বলে আমরা ধারণা করছি। ধসের কারণ খতিয়ে দেখা হচ্ছে।’

আহতদের দিল্লির জিটিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এনডিআরএফ-এর ডেপুটি ইনস্পেক্টর জেনারেল (ডিআইজি) মোহসেন শাহিদি এই ধসকে ‘প্যানকেক কলাপস’ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘এ ধরনের ধসে প্রতিটি তলা একটির ওপর আরেকটি পড়ে যায়, ফলে বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। তবু আমরা আশা করছি কেউ না কেউ জীবিত আছেন।’

তিনি আরও জানান, এলাকাটি ঘনবসতিপূর্ণ হওয়ায় ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ধ্বংসস্তুপ পরিষ্কার করা কঠিন হয়ে পড়েছে। জানা গেছে, ভবনটির মালিকও ধ্বংসস্তুপের নিচে আটকে আছেন।

সারাবাংলা/এনজে

দিল্লি নিহত ভবন ধস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর