Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সিগঞ্জে সংঘর্ষে উড়ে যায় বাসের ছাদ, চালকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২৫ ১৪:০৪

সংঘর্ষে উড়ে যায় বাসের ছাদ।

মুন্সিগঞ্জ: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জে পরপর কয়েকদফা সংঘর্ষে উড়ে যায় বরিশাল এক্সপ্রেস লিমিটেডের যাত্রীবাহী বাসের ছাদ। তবুও যাত্রীদের জিম্মি করে চালক বাস না থামিয়ে পাঁচ কিলোমিটার চালিয়ে নিয়ে যায়। পরে যাত্রীদের চিৎকারে বাসটি আটক করে স্থানীয় জনতা। এ ঘটনায় বাস চালক, হেল্পার ও মালিকের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

শুক্রবার দিনগত রাতে হাসাড়া হাইওয়ে থানায় পুলিশের সহকারী উপপুলিশ পরিদর্শক (এএসআই) আতাউর রহমান বাদী হয়ে সড়ক নিরাপত্তা আইনে এ মামলা করেন।

বিজ্ঞাপন

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জে দুর্ঘটনায় ছাদ উড়ে যাওয়ার পরও যাত্রীদের জিম্মি করে বাস চালানোর ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় বাসের মালিক, চালক ও সহকারীকে আসামি করা হয়েছে। বিআরটিএ ডাটাবেজে থাকা তথ্যের ভিত্তিতে পরবর্তীতে তাদের নাম অন্তর্ভুক্ত করা হবে।

হাসাড়া হাইওয়ে থানার ইনচার্জ (ওসি) মো. আব্দুল কাদের জিলানী এ তথ্য নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত বাসটি থানায় জব্দ রয়েছে। বাসটি ফিটনেসবিহীন ছিলো কিনা সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

তিনি বলেন, সে দিনের দুর্ঘটনায় আহত হন আট জন। এরমধ্যে গুরুতর আহত ঝালকাঠি জেলার বাসিন্দা মো. শাহীন রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তিনি আশংকামুক্ত।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত ৮টার দিকে মুন্সিগঞ্জের শ্রীনগরে মাওয়া এক্সপ্রেসওয়েতে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে ‘বরিশাল এক্সপ্রেস’ নামের যাত্রীবাহী বাসের ছাদ উড়ে যায়। এতে অন্তত আট যাত্রী আহত হন।

সারাবাংলা/ইআ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর