পিএসএল ২০২৫
হেয়ার ড্রায়ারের পর এবার ট্রিমার পুরস্কার দিল করাচি কিংস!
১৯ এপ্রিল ২০২৫ ১৪:৩০
এবারের টুর্নামেন্টের শুরুতেই দলের ক্রিকেটারকে পুরস্কার হিসেবে হেয়ার ড্রায়ার দিয়ে আলোচনায় এসেছিলেন তারা। পিএসএলের ফ্র্যাঞ্চাইজি করাচি কিংস আবারও হাজির হলো উদ্ভট উপহার নিয়ে। মাঠে দারুণ বোলিং করা হাসান আলিকে পুরস্কার হিসেবে চুল-দাড়ি কাটার ট্রিমার দিয়েছে করাচি কিংস!
লাহোর কালান্দার্সের বিপক্ষে দল হারলেও দুর্দান্ত বোলিং করেছেন হাসান আলি। ৪ ওভারে ২৮ রান দিয়ে হাসান নিয়েছেন ৪ উইকেট। এই সময়ে পিএসএলের ইতিহাসের সর্বোচ্চ উইকেটশিকারিও বনে গেছেন এই তারকা পেসার। এই মুহূর্তে তার উইকেটসংখ্যা ১১৬টি।
দারুণ বোলিংয়ের সুবাদে হাসানকে পুরস্কৃত করেছে করাচি ম্যানেজমেন্ট। ড্রেসিংরুমে পুরস্কার হিসেবে হাসানের হাতে তুলে দেওয়া হয় ট্রিমার। হাসানের ট্রিমার গ্রহণের ছবি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। হাস্যরসের পাশাপাশি করাচিকে শুনতে হচ্ছে সমালোচনাও।
এর আগে জেমস ভিন্সকে পুরস্কার হিসেবে হেয়ার ড্রায়ার দিয়েছিল করাচি ম্যানেজমেন্ট। পিএসএলে এরকম অদ্ভুতুড়ে পুরস্কার এই প্রথম দেখা গেলেও বিশ্বজুড়ে এরকম ঘটনা কিন্তু নতুন নয়।
২০১৩ সালে বাংলাদেশে খেলতে এসে ডিপিএলের ম্যাচসেরার পুরস্কার হিসেবে ব্লেন্ডার পেয়েছিলেন ইংলিশ ক্রিকেটার লুক রাইট। পুরস্কার হিসেবে সেবার দেওয়া হয়েছিল রাইস কুকারও! কানাডার গ্লোবাল টি-২০ লিগে শেরফান রাদারফোর্ড পুরস্কার হিসেবে জিতেছিলেন জমি!
সারাবাংলা/এফএম