ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে রোববার (২০ এপ্রিল) বৈঠকে বসছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এটি ইসির সঙ্গে এনসিপি’র প্রথম বৈঠক।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সিইসির একান্ত সচিব আশরাফুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছিলেন।
তিনি বলেন, দলটির পক্ষ থেকে সাক্ষাতের সময় চাওয়া হয়েছিল। সিইসি তাদের রোববার (২০ এপ্রিল) ১২টায় সময় দিয়েছেন।
এদিকে, এনসিপি দল নিবন্ধনের আবেদনের সময়সীমা ৯০ দিন বাড়ানোরে অনুরোধ জানিয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) নির্বাচন কমিশন সচিবের দফতরে এ সংক্রান্ত চিঠি দেয় এনসিপি। সিইসির একান্ত সচিব আশ্রাফুল আলম ও এনসিপির যুগ্ম আহ্বায়ক সংস্কার সময়ন্ব কমিটির কো-অর্ডিনেটর সারোয়ার তুষার এ তথ্য নিশ্চিত করেন।
এ বিষয়ে সিইসি একান্ত সচিব বলেন, ‘বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে সচিবের দফতরে এনসিপির পক্ষ থেকে সংস্কার ও দল নিবন্ধনের সময় বাড়ানোর বিষয়ে চিঠি দেওয়া হয়েছে।’
এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার জানান, মৌলিক সংস্কার ও নতুন দল নিবন্ধনের জন্য আবেদনের সময়সীমা ন্যূনতম ৯০ দিন বাড়ানোর অনুরোধ জানানো হয়েছে। তিনি বলেন, ‘আমাদের একটা টিম, রোববার ইসির সঙ্গে দেখা করে উদ্বেগগুলো জানাবে। আইন অনুযায়ী, নিজেদের প্রতীকে নির্বাচন করতে চাইলে সংশ্লিষ্ট দলকে ইসি থেকে নিবন্ধন নিতে হয়। এনসিপি আগামী নির্বাচনে নিজেদের প্রতীকে ভোট করতে চাইলে নিবন্ধন নিতে হবে।’
আগামী রোববার (২০ এপ্রিল) নিবন্ধনের জন্য আবেদন জমা দেওয়ার শেষ দিন।
সিইসি’র সঙ্গে এনসিপির প্রথম বৈঠক রোববার
 
                                                                            স্টাফ করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২৫ ১৫:৩৩
                                ১৯ এপ্রিল ২০২৫ ১৫:৩৩
                                                                            সারাবাংলা/এনএল/এনজে
                                                                    
                            