Thursday 01 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে খাল পরিষ্কারে নেমেছে জামায়াত, সঙ্গে মেয়র শাহাদাত

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২৫ ১৫:২৯ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৫ ১৭:২২

চট্টগ্রাম ব্যুরো: ময়লা-আবর্জনায় পূর্ণ চট্টগ্রাম নগরীর একটি খালের প্রাণ ফেরাতে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে চট্টগ্রাম মহানগর জামায়াত ইসলামী। জলাবদ্ধতা নিরসনে নগরীর বাকলিয়ায় বির্জা খাল পরিচ্ছন্ন করার জন্য জামায়াতের এ উদ্যোগ নিয়ে এলাকাজুড়ে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) সকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বির্জা খালে পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেন। এ উপলক্ষে নগরীর বাকলিয়ার ইছহাকের পুল এলাকার অছি মিয়া দোস্ত ভবনের মাঠে জামায়াত ইসলামীর উদ্যোগে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মেয়র শাহাদাত হোসেন বলেন, ‘আমি মেয়র হিসেবে শপথ নেওয়ার পর থেকে জলাবদ্ধতা নিরসনে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার কথা বলে আসছি। চট্টগ্রাম কারো একার শহর নয়। সকলের দেশের প্রতি যেমন ভালোবাসা থাকতে হবে, তেমনি নিজের শহরের প্রতিও ভালোবাসা থাকতে হবে। তাহলেই দেশ ও শহর সমৃদ্ধ হবে।’

জলাবদ্ধতা নিরসনে জামায়াতের উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, ‘গত ১৬ বছরে উন্নয়নের নামে চট্টগ্রামকে জলাবদ্ধতার নগরীতে পরিণত করা হয়েছে। আইন আইনের জায়গায় থাকবে। এখন থেকে আমরা কঠোর হবো। দুর্ভোগ থেকে রেহাই পেতে হলে আইনের সঠিক বাস্তবায়ন করতে হবে।’

সভাপতির বক্তব্যে নগর জামায়াতের আমীর শাহজাহান চৌধুরী বলেন, ‘নগরীর জলাবদ্ধতা নিরসনসহ সব ধরনের উন্নয়নে আমরা সিটি করপোরেশনকে সর্বোচ্চ সহায়তা করব। হিংসা, বিদ্বেষ, পরশ্রীকাতরতা ভুলে আমরা মানুষের জন্য কাজ করতে চাই। মেয়র সাহেবকে বলবো- আমাদের কয়েকটা বাজারের দায়িত্ব দিন। সেই বাজারগুলোকে জামায়াতে ইসলামীর কর্মীরা চায়নার শহরের মত সুন্দর করে সাজিয়ে আপনাকে উপহার দিবে। পাশাপাশি ১০টি স্কুলে কাজ করার সুযোগ দিন। সেগুলোর আঙ্গিনাসহ আশেপাশের এলাকা জামায়াতের কর্মীরা পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবে, ইনশাআল্লাহ।’

বিজ্ঞাপন

নগর জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় গণসমাবেশে আরও বক্তব্য দেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা কমান্ডার আই ইউ এ চৌধুরী, নগর জামায়াতের নায়েবে আমীর আ জ ম ওবায়েদুল্লাহ ও মুহাম্মদ নজরুল ইসলাম, প্রকৌশলী মানজারে খোরশেদ, মোমিনুল হক।

সারাবাংলা/আরডি/ইআ

খাল পরিস্কার চট্টগ্রাম জামায়াত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর