Friday 09 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আলোচনায় ৩টি বিষয়কে প্রাধান্য দিয়েছে এনসিপি: হাসনাত আব্দুল্লাহ

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২৫ ১৫:৫৪ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৫ ১৮:৫০

এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। ফাইল ছবি

ঢাকা: জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে আলোচনায় এনসিপি তিনটি বিষয়কে প্রাধান্য দিয়েছে বলে জানিয়েছেন দলটির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।
তিনি জানান, আলোচনায় তারা তিনটি বিষয়কে প্রাধান্য দিয়েছেন, সেগুলো হলো নাগরিকদের নিরাপত্তার অধিকার, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর এবং সংবিধানের ৭০ অনুচ্ছেদের ব্যাপক পরিবর্তন।

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির বৈঠকের বিরতিতে তিনি এসব কথা বলেন।

তিনি এ সময় বলেন, আগামী জাতীয় নির্বাচন হবে, একই সঙ্গে গণপরিষদ এবং জাতীয় নির্বাচন।

এর আগে সকাল সাড়ে ১০টায় ঐকমত্য কমিশনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে বসে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এফএন/এনজে