Saturday 03 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিচার ও সংস্কার দৃশ্যমান রোডম্যাপ দিয়ে নির্বাচনে যেতে হবে’

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২৫ ১৫:৪৪ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৫ ১৭:২১

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

ঢাকা: আগামী জাতীয় নির্বাচন বিলম্ভিত হোক সেটা এনসিপি চায় না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেন, এক্ষেত্রে বিচার ও সংস্কার দৃশ্যমান রোডম্যাপ দিয়ে নির্বাচনের দিকে যেতে হবে।

এনসিপির সদস্য সচিব বলেন, ‘দেশে বর্তমানে যে সংবিধান রয়েছে তার মাধ্যমে একটি সুস্থ গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করা সম্ভব নয়। তাই আমরা বাংলাদেশের সংবিধানের মৌলিক সংস্কারের কথা বলেছি। কীভাবে নতুন করে একটি সংবধান পুনর্লিখন করা যায়, গণপরিষদ নির্বাচনের বাস্তবতা নিয়ে কথা বলেছি।’

বিজ্ঞাপন

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির বৈঠকের বিরতিতে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, ‘নাগরিকদের মৌলিক অধিকার, সেটা যেন নিরঙ্কুশ হয় এবং ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া যেন শান্তিপূর্ণ হয় সেই বিষয়ে আলোচনা করেছি।’

সারাবাংলা/এফএন/এসডব্লিউ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর