Friday 09 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জে টোল বাড়ানোর প্রতিবাদে মাছ বিক্রি বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৯ এপ্রিল ২০২৫ ১৫:৫৮

মাছের বাজার, মুন্সিগঞ্জ। ফুটেজ ছবি

মুন্সীগঞ্জ: টোল বৃদ্ধির প্রতিবাদে মুন্সীগঞ্জ শহরের মৎস্য ব্যবসায়ীরা মাছ বিক্রি বন্ধ রেখেছেন।

শনিবার (১৯ এপ্রিল) সকাল ১১টার দিকে ইজারাদারের লোকেরা টোল আদায় করতে গেলে হট্টগোলের সৃষ্টি হয়। ইজারাদাররা মাছের প্রতি খাঁড়ির মূল্য ১২০ টাকা করে চাইলে মৎস্য বিক্রেতারা তা দিতে অস্বীকার করেন। এ সময় উভয়পক্ষের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়।

এক পর্যায়ে ব্যবসায়ীরা মাছ বিক্রি বন্ধ করে থানায় যায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম তাদের সেখান থেকে সরিয়ে দিয়ে দু’পক্ষের সঙ্গে বসে সমঝোতা করতে বলেন। এ ঘটনায় অনেকে বাজারের গিয়ে মাছ না কিনতে পেরে ফিরে আসেন।

বিজ্ঞাপন

মাছ বিক্রেতারা বলেন, ‘৫ আগস্টের পর ৫০-৭০ টাকা করে টোল আদায় করতো, আজকে হঠাৎ করে ১২০ টাকা চাইছে, যা আমাদের পক্ষে দেওয়া অসম্ভব।’

ইজারাদার মো. মহিউদ্দিন বলেন, ‘আ’লীগের আমলে ১৫০-১৭০ টাকা করে টোল দিত মাছ বিক্রেতারা। আমরা সরকার থেকে ইজারা নিয়ে বিধিমত ১২০ টাকা চায়েছি। ৫০-৭০ টাকা খাস কালেকশনের মাধ্যমে আদায় করা হতো। সরকার টেন্ডার আহ্বান করলে আমরা পহেলা বৈশাখ থেকে টোল আদায় করতে গেলে মাছ বিক্রেতারা অযৌক্তিকভাবে টোল দিতে অস্বীকৃতি জানায়। পরে তারা মাছ বিক্রি বন্ধ রাখে।’

সারাবাংলা/এসডব্লিউ