কুয়াকাটায় গৃহবধূ হত্যা মামলা আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
১৯ এপ্রিল ২০২৫ ১৬:০৭
পটুয়াখালী: জেলার কুয়াকাটায় গৃহবধূ হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার।
শনিবার (১৯ এপ্রিল) বেলা ১১ টার দিকে কুয়াকাটা প্রেসক্লাব সংলগ্ন সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা দোষীদের বিচারের আওতায় আনার জোর দাবি জানান।
গত ২০ মার্চ রাতে স্বামী মেহেদী হাসান (২৩) তার স্ত্রী মাফিয়া বেগমকে (১৭) গলা টিপে হত্যা করার অভিযোগ করেন ওই গৃহবধূর পরিবার। কুয়াকাটা পৌরসভার পাঞ্জুপাড়া গ্রামের স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে। মাফিয়ার পরিবার এটি হত্যা বললেও মেহেদীর পরিবার বলছে এটি আত্মহত্যা। এ ঘটনায় মহিপুর থানা একটি মামলা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবু হানিফ বলেন, ‘ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা সে বিষয়ে তদন্ত চলমান রয়েছে।’
মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, ‘আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যহত রয়েছে।’
সারাবাংলা/এসআর
আসামিদের গ্রেফতারের দাবি কুয়াকাটা গৃহবধূ হত্যা মামলা পটুয়াখালী মানববন্ধন